সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বাচ্চা নিলে প্লট ফ্রি, মিলবে বোনাস!

বাচ্চা নিলে প্লট ফ্রি, মিলবে বোনাস!


ফিনল্যান্ডের ছোট ছোট শহরগুলোতে দিনে দিনে কমছে মানুষের সংখ্যাএকদিকে উন্নত জীবনযাপনের আশায় সবাই ছুটছে বড় শহরের দিকেঅন্যদিকে এখানে মৃত্যুহারের সঙ্গে সমানতালে এগুচ্ছে না জন্মহারতাই জনসংখ্যা বাড়াতে এসব শহরে নানা অভিনব পন্থা নেওয়া হচ্ছেকোন শহরে নতুন বাসিন্দাদের এক ইউরোর বিনিময়ে দেয়া হচ্ছে বিরাট প্লটকোনো শহরে দম্পতিদের নতুন সন্তান জন্ম দেয়ার জন্য দেয়া হচ্ছে বোনাসফিনল্যান্ডের জাতীয় বেতার স্টেশন এ খবর দিচ্ছে

ফিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে ছোট শহর ছেড়ে সবাই বড় শহরের দিকে ছুটছেএই প্রবণতা দিনে দিনে বাড়ছেঅ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজওনাল অথরিটিজ জানাচ্ছে, দুই তৃতীয়াংশের বেশি ছোট পৌরসভা বা শহরে নামমাত্র মূল্যে প্লট দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে অনেক শহরে দম্পতিদের সন্তান নিতে উৎসাহ যোগাতে বোনাস ঘোষণা করা হয়েছেএই বোনাসের পরিমাণ শহর-ভেদে ভিন্নযেমন পশ্চিম ফিনল্যান্ডের একটি শহর, লেসটিজার্ভিতে এরকম 'বেবি বোনাসের' পরিমাণ প্রায় দশ হাজার ইউরো কিন্তু বড় অংকের বোনাসের পরও শহরটির লোকসংখ্যা মাত্র ৮১৫ জনঅ্যসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজওনাল অথোরিটিজ বলছে, এসব কৌশলে কোন ফল হচ্ছে কিনা বলা মুশকিল কিন্তু একটি শহর উটাজারভি স্বীকার করছে, তারা অনেক চেষ্টা করেও শহরের জনসংখ্যা বাড়াতে পারেনিগত দশ বছর ধরে তারা এক ইউরোর বিনিময়ে প্লট অফার করে গেছে, কিন্তু খুব কম মানুষকেই এতে আগ্রহী করা গেছেউটাজারভির জনসংখ্যা এখনো তিন হাজারের নীচে



সূত্রঃ বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।