সমুদ্রের নিচে নির্মিত হতে যাচ্ছে আস্ত একটা টেনিস কোর্ট। জানা গেছে, দুবাইয়ের পাম আইল্যান্ডের ৮৩০ মিটার উঁচু টাওয়ার 'বুর্জ খলিফা' সংলগ্ন উপকূল অঞ্চলেই তৈরি হচ্ছে এই টেনিস কোর্ট। নির্মাণ শেষে সেখানে নিয়মিত প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্ট অায়োজন করা হবে। একসঙ্গে প্রায় ৩০ হাজার দর্শক সেখানে বসে খেলা উপভোগ করতে পারবে। মাথার উপর সমুদ্রের মনোরম দৃশ্য, সেই সঙ্গে টেনিসের টানটান উত্তেজনের স্বাদ নিতে অপেক্ষা করতে হবে মাত্র ৬ মাস।
টেনিস গ্রাউন্ডটি তৈরি করার দায়িত্বে থাকা এক প্রকৌশলী জানান, প্রথমে কাঁচের ১০৮ ফুট চওড়া বক্স বানিয়ে জলের মধ্যে ফেলা হবে। তারপর পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া হবে। তবে এই বিলাসবহুল টেনিস কোর্টটি তৈরি করতে ঠিক কতো অর্থ খরচ হচ্ছে তা জানা যায়নি।
সূত্রঃ বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।