সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ক্লাসে রুমেই মিলল হারিয়ে যাওয়া বোন!

ক্লাসে রুমেই মিলল হারিয়ে যাওয়া বোন!


এ যেন গল্প বলা শিখতে এসে নিজেই গল্প হয়ে ওঠাএকই বেঞ্চে বসে ক্লাস করতেন কিন্তু জানতেন না তারাই ৩০ বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেনদুজন দুজনকে খুঁজে ফিরতেনএতো কাছে থাকার পরও কেউ-ই কাউকে চিনে উঠতে পারেনিগল্পের মতোই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতেসেখানে পড়তে এসেই ছোটবেলায় বিচ্ছেদ ঘটা এক বোনকে খুঁজে পেল আরেক বোনএক বা দুবছর নয়, ৩০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো এক হতে পেরেছেন একই মায়ের দুসন্তান

আইওয়া থেকে আসা ক্যাট্টি ওলসন (৩৪) গত কয়েক বছর ধরে খুঁজছিলেন বড় বোন লিজ্জাই ভালভার্ড (৩৫)কেঅভাবের সংসারে ছোট বেলাতেই তাদের দুজনকে দত্তক দেওয়া হয়েছিলভালভার্ড বেড়ে ওঠেন নিউ জার্সির একটি সাংবাদিক পরিবারেআর ওলসন বেড়ে ওঠেন নিউইয়র্কে অপর একটি পরিবারেএরপর আর দুজনের মাঝে দেখা-সাক্ষাৎ হয়নিঅনেক খোঁজাখুজিঁর পরও কোনভাবেই বড় বোনকে পাচ্ছিলেন না ওলসনযে বোনকে খুজেঁ হয়রান কখনও ভাবেননি সেই বোনই তার পাশে বসে থাকেঘটনাটি ২০১৩ সালে হলেও, চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ করেছেন সেই দুবোননিজেরাই শোনালেন নিজেদের এক হওয়ার গল্প

তবে দুপরিবারে ভিন্ন আঙ্গিকে বড় হলেও জন্ম সূত্রে পেয়েছিলেন মায়ের কাছ থেকে লেখালেখির গুণতাইতো শেষমেষ কলম্বিয়া ইউনিভার্সিটিতে দুজনেই এক সঙ্গে ভর্তি হলেন লেখালেখি বিষয়ক একই ক্লাসেনিজেদের পরিচিতি ক্লাসে জীবন বৃত্তান্ত বলতে থাকা ভালভার্ডের বলা কথা শুনে একটু আশ্চর্যই হচ্ছিলেন সহপাঠী ওলসনযখন ছোট বেলায় হারিয়ে যাওয়া বোনটি সর্ম্পকে শুনলেন, তখন বুঝে ফেললেন এই হলো তার হারিয়ে যাওয়া বড় বোন তাই বলে তো আর ক্লাসের মধ্যেই হুট করেই দাবি করা যায়না আপনি আমার বোনতাই ক্লাস শেষে হওয়ার পরপরই তথ্য উপাত্তসহ ভালভার্ডের সামনে হাজির হলেন ওলসনপ্রকৃতিই যখন চাইছে দুজনের একাত্মতা, তখন আর কে-ই বা বাধ সাধবে তাতেবর্তমানে এক সঙ্গেই থাকছেন দুই বোন

কলেজ থেকে অনুবাদ করেছেন আমির পারভেজ


সূত্রঃ আমাদের সময়.কম : ১৭/০৫/২০১৫

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।