সমাজের
উচ্চবর্গের মানুষ ঘোড়ায় চয়ে বিয়ে করতে পারবে আর নিম্নবর্গের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে
পারবে না এটা মেনে নিতে পারেননি পুরলাল পোদ্দার (২৫)। তারও ইচ্ছা উচ্চবর্গের মানুষের মতো সেও ঘোড়ায়
চড়ে বিয়ে করতে যাবে। সিদ্ধান্ত
অনুযায়ী কাজটি করে দেখালেন পোদ্দার। তবে এজন্য
তাকে উচ্চবর্গের লোকজনের নিক্ষেপ করা ইট-পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। যদি তিনি ইট-পাথর থেকে নিজেকে রক্ষা করতে
হেলমেট ব্যবহার করেন।
নিজের শখ
মেটাতে আর উচ্চবর্গের মানুষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে
গত রবিবার ভারতের ইন্দোরের রতলাম জেলায় উজাইন গ্রামে। জানা গেছে, গ্রামের উচ্চবর্গীয় লোকদের দাবি, দলিত (নিম্নবর্ণ) পরিবারের
কোনো সন্তান ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যেতে পারবে না। এটা শুধু উচ্চবর্গের পরিবারের সন্তানদের
জন্য প্রযোজ্য। কিন্তু পুরলালও নাছোড়বান্দা। সে ঘোড়ার পিঠে চড়েই বিয়ে করতে যাবে। তাই এলাকাবাসী একটি ঘোড়ার মালিককে তাড়িয়ে
দিলেও অন্য একটি ঘোড়া সে ভাড়া করে। শুধু তাই
নয় এরপর নতুন ঘোড়া ভাড়ার সাথে সাথে পুলিশকেও খবর দেয় পুরলালের পরিবার। পুলিশ থাকা অবস্থায় পুরলাল ঘোড়ায় চড়লে উপস্থিত
উচ্চবর্গের লোকজন তাকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ে মারে। এ অবস্থায় হামলা থেকে বাঁচতে হেলমেট পড়েন
ঘোড়ার পিঠে বসে থাকা পুরলাল। গ্রমাবাসীদের
হামলায় এক নায়েব তহশিলদার ও এক পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা
হয়েছে। আসামিদের মধ্যে গ্রামপ্রধান করুলাল বেরাগীও
রয়েছেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।