সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: চিনি থেকে সাবধান!

চিনি থেকে সাবধান!


চিনি বা মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ছে৷ সেইসঙ্গে বাড়ছে নানা ধরনের রোগ-ব্যাধি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, সবাই বুঝে-শুনে চিনি না খেলে চিনির কারণে রোগ মহামারির রূপ নিতে পারে৷


মোটা করে দেয়ঃ চিনি খেলে শরীরে মেদ তৈরি হয়৷ ভাত বা অন্য কোনো শর্করা জাতীয় খাবার খেলে যে পরিমাণ মেদ বাড়ে, চিনিতে বাড়ে তার অন্তত দুই থেকে পাঁচ গুণ৷ এর ফলে শরীরের ওজন বাড়ে, একটা সময় টাইপ-টু ধরনের ডায়াবেটিসও হয়৷ তারপর বাকি জীবন শুধু ভুগতে হয়৷

অবসাদগ্রস্ত করে: বেশি চিনি খেলে বিষাদের অনুভূতিও বাড়ে৷ রক্তের চিনির মাত্রায় হঠাৎ তারতম্য হলে মেজাজও খিটখিটে হয়ে যায়৷

তাড়াতাড়ি বুড়োঃ বেশি চিনি খেলে চেহারায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়৷ মুখাবয়বে বলিরেখা দেখা দেয় খুব তাড়াতাড়ি৷

চিনি খাওয়া যখন নেশাঃ অনেক মোটা মানুষ চিনি খেতে খুব বেশি পছন্দ করে৷ তাঁদের কারো কারো তো মদের চেয়ে চিনির প্রতি টান অনেক বেশি৷

শিশুদেরও ক্ষতিঃ বেশি চিনি খেলে স্বভাবও আক্রমণাত্মক হয়ে যায়৷ বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রবণতা খুব বেশি চোখে পড়ে৷ অতি অস্থির বা অতি চঞ্চল, অর্থাৎ হাইপারঅ্যাক্টিভ শিশুদের অনেকেই বেশি চিনি খায়৷ চঞ্চলতা বাড়ার কারণই যেখানে চিনি, সেখানে এমন শিশু স্বভাবে তাড়াতাড়ি স্বাভাবিক হবে কী করে!

সূত্রঃ dw.de

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।