সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: কিডনিতে পাওয়া গেল ৪২০টি পাথর!

কিডনিতে পাওয়া গেল ৪২০টি পাথর!


টানা দুই ঘণ্টা ধরে অপারেশন করলেন চিকিৎসকরা। একে একে কিডনি থেকে বের করে আনলেন ৪২০টি পাথর। এক ব্যক্তির কিডনিতে এতগুলো পাথর দেখে চিকিৎসকরা নিজেরাই হতবাক হয়ে যান। ঘটনাটি চীনের। দেশটির ঝেজিয়াং প্রদেশের ৫৫ বছর বয়সী হে নাসের নামের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ডাক্তাররা বলেন দুই ঘন্টার অপারেশনে শুধু পাথরগুলো বের করতেই লেগেছে ৪৫ মিনিট।

চিকিৎসকরা জানান, দীর্ঘ দিন ধরে তেল জাতীয় ও উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং পানি কম পান করায় তার এই রোগ হয়েছে। গত মে মাসে হে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডাক্তাররা সিটিস্ক্যান করে দেখেন তার কিডনি পাথরে ভরা। অস্ত্রপচারের পর একজন চিকিৎসক বলেন, এই অস্ত্রপচারের পর তার হাত-পায়ের আঙ্গুল অবস হয়ে আসছিলো।

সূত্র: বিবিসি

সূত্রঃ বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ
টানা দুই ঘণ্টা ধরে অপারেশন করলেন চিকিৎসকরা। একে একে কিডনি থেকে বের করে আনলেন ৪২০টি পাথর। এক ব্যক্তির কিডনিতে এতগুলো পাথর দেখে চিকিৎসকরা নিজেরাই হতবাক হয়ে যান।
ঘটনাটি চীনের। দেশটির ঝেজিয়াং প্রদেশের ৫৫ বছর বয়সী হে নাসের নামের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ডাক্তাররা বলেন দুই ঘন্টার অপারেশনে শুধু পাথরগুলো বের করতেই লেগেছে ৪৫ মিনিট।
চিকিৎসকরা জানান, দীর্ঘ দিন ধরে তেল জাতীয় ও উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং পানি কম পান করায় তার এই রোগ হয়েছে। গত মে মাসে হে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডাক্তাররা সিটিস্ক্যান করে দেখেন তার কিডনি পাথরে ভরা।
অস্ত্রপচারের পর একজন চিকিৎসক বলেন, এই অস্ত্রপচারের পর তার হাত-পায়ের আঙ্গুল অবস হয়ে আসছিলো।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/round-table/2015/06/09/86291#sthash.JYAsD2is.dpuf
টানা দুই ঘণ্টা ধরে অপারেশন করলেন চিকিৎসকরা। একে একে কিডনি থেকে বের করে আনলেন ৪২০টি পাথর। এক ব্যক্তির কিডনিতে এতগুলো পাথর দেখে চিকিৎসকরা নিজেরাই হতবাক হয়ে যান।
ঘটনাটি চীনের। দেশটির ঝেজিয়াং প্রদেশের ৫৫ বছর বয়সী হে নাসের নামের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ডাক্তাররা বলেন দুই ঘন্টার অপারেশনে শুধু পাথরগুলো বের করতেই লেগেছে ৪৫ মিনিট।
চিকিৎসকরা জানান, দীর্ঘ দিন ধরে তেল জাতীয় ও উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং পানি কম পান করায় তার এই রোগ হয়েছে। গত মে মাসে হে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডাক্তাররা সিটিস্ক্যান করে দেখেন তার কিডনি পাথরে ভরা।
অস্ত্রপচারের পর একজন চিকিৎসক বলেন, এই অস্ত্রপচারের পর তার হাত-পায়ের আঙ্গুল অবস হয়ে আসছিলো।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/round-table/2015/06/09/86291#sthash.JYAsD2is.dpuf
টানা দুই ঘণ্টা ধরে অপারেশন করলেন চিকিৎসকরা। একে একে কিডনি থেকে বের করে আনলেন ৪২০টি পাথর। এক ব্যক্তির কিডনিতে এতগুলো পাথর দেখে চিকিৎসকরা নিজেরাই হতবাক হয়ে যান।
ঘটনাটি চীনের। দেশটির ঝেজিয়াং প্রদেশের ৫৫ বছর বয়সী হে নাসের নামের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ডাক্তাররা বলেন দুই ঘন্টার অপারেশনে শুধু পাথরগুলো বের করতেই লেগেছে ৪৫ মিনিট।
চিকিৎসকরা জানান, দীর্ঘ দিন ধরে তেল জাতীয় ও উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং পানি কম পান করায় তার এই রোগ হয়েছে। গত মে মাসে হে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডাক্তাররা সিটিস্ক্যান করে দেখেন তার কিডনি পাথরে ভরা।
অস্ত্রপচারের পর একজন চিকিৎসক বলেন, এই অস্ত্রপচারের পর তার হাত-পায়ের আঙ্গুল অবস হয়ে আসছিলো।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/round-table/2015/06/09/86291#sthash.JYAsD2is.dpuf

২টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।