সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: টানা ২২ দিন কম্পিউটারে গেম খেলে কিশোরের মৃত্যু!

টানা ২২ দিন কম্পিউটারে গেম খেলে কিশোরের মৃত্যু!





২২ দিন ধরে টানা কম্পিউটার গেম খেলে মৃত্যু হল এক কিশোরের। রাশিয়ার ওই কিশোরের নাম রুস্তম, বয়স মাত্র ১৭। রাশিয়ার ছোট শহর উস্যালির বাসিন্দা। জানা গেছে, দুর্ঘটনায় পা ভেঙে গত ৮ অাগস্ট থেকে বাড়িতে বসেছিল সে। একঘেঁয়েমি ও সময় কাটাতে সে অনলাইন গেম খেলা শুরু করে। কিন্তু এর দায় যে জীবন দিয়ে চুকাতে হবে ভাবতেও পারেনি সে। অবাক হয়েছেন তদন্তকারী থেকে বিশেষজ্ঞরাও। 

পারিবারিক সূত্র জানিয়েছে, একমাত্র খাওয়া ও ঘুম ছাড়া বাকি সময় গেম খেলেই কাটিয়েছে রুস্তম। তার বাবা-মা জানিয়েছেন, সর্বক্ষণই তার ঘর থেকে কি-বোর্ডের আওয়াজ আসত। কিন্তু ৩০ আগস্ট কোনও আওয়াজ না পেয়ে ঘরে ঢুকে দেখেন রুস্তম অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা বলছেন, সে নাকি গত দেড় বছরে দু'হাজার ঘণ্টা অনলাইন গেমে সময় কাটিয়েছে। টানা অনলাইন গেম খেলার জন্যই কি ওই কিশোরের মৃত্যু হয়েছে? চিকিত্সকরা বলছেন, সেকেন্ড ক্লাস সিন্ড্রোম এবং দীর্ঘক্ষণ শরীর নড়াচড়া না করার কারণে থ্রম্বোসিসেই মৃত্যু হতে পারে ওই কিশোরের। শিশুরক্ষা বিভাগের এক অধিকর্তা এ ব্যপারে সমস্ত বাবা-মাকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, সন্তানদের কম্পিউটার গেম বা ইন্টারনেটে বন্দি করে রাখবেন না। এখনই এ বিষয়ে সতর্ক হোন




সূত্রঃ বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৫/ এস আহমেদ



২২ দিন ধরে টানা কম্পিউটার গেম খেলে মৃত্যু হল এক কিশোরের। রাশিয়ার ওই কিশোরের নাম রুস্তম, বয়স মাত্র ১৭। রাশিয়ার ছোট শহর উস্যালির বাসিন্দা।
জানা গেছে, দুর্ঘটনায় পা ভেঙে গত ৮ অাগস্ট থেকে বাড়িতে বসেছিল সে। একঘেঁয়েমি ও সময় কাটাতে সে অনলাইন গেম খেলা শুরু করে। কিন্তু এর দায় যে জীবন দিয়ে চুকাতে হবে ভাবতেও পারেনি সে। অবাক হয়েছেন তদন্তকারী থেকে বিশেষজ্ঞরাও। পারিবারিক সূত্র জানিয়েছে, একমাত্র খাওয়া ও ঘুম ছাড়া বাকি সময় গেম খেলেই কাটিয়েছে রুস্তম। তার বাবা-মা জানিয়েছেন, সর্বক্ষণই তার ঘর থেকে কি-বোর্ডের আওয়াজ আসত। কিন্তু ৩০ অাগস্ট কোনও আওয়াজ না পেয়ে ঘরে ঢুকে দেখেন রুস্তম অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা বলছেন, সে নাকি গত দেড় বছরে দু'হাজার ঘণ্টা অনলাইন গেমে সময় কাটিয়েছে।
টানা অনলাইন গেম খেলার জন্যই কি ওই কিশোরের মৃত্যু হয়েছে? চিকিত্সকরা বলছেন, সেকেন্ড ক্লাস সিন্ড্রোম এবং দীর্ঘক্ষণ শরীর নড়াচড়া না করার কারণে থ্রম্বোসিসেই মৃত্যু হতে পারে ওই কিশোরের। শিশুরক্ষা বিভাগের এক অধিকর্তা এ ব্যপারে সমস্ত বাবা-মাকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, ''সন্তানদের কম্পিউটার গেম বা ইন্টারনেটে বন্দি করে রাখবেন না। এখনই এ বিষয়ে সতর্ক হোন।''

বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/mixter/2015/09/08/105223#sthash.w33ZbWd5.dpuf
২২ দিন ধরে টানা কম্পিউটার গেম খেলে মৃত্যু হল এক কিশোরের। রাশিয়ার ওই কিশোরের নাম রুস্তম, বয়স মাত্র ১৭। রাশিয়ার ছোট শহর উস্যালির বাসিন্দা।
জানা গেছে, দুর্ঘটনায় পা ভেঙে গত ৮ অাগস্ট থেকে বাড়িতে বসেছিল সে। একঘেঁয়েমি ও সময় কাটাতে সে অনলাইন গেম খেলা শুরু করে। কিন্তু এর দায় যে জীবন দিয়ে চুকাতে হবে ভাবতেও পারেনি সে। অবাক হয়েছেন তদন্তকারী থেকে বিশেষজ্ঞরাও। পারিবারিক সূত্র জানিয়েছে, একমাত্র খাওয়া ও ঘুম ছাড়া বাকি সময় গেম খেলেই কাটিয়েছে রুস্তম। তার বাবা-মা জানিয়েছেন, সর্বক্ষণই তার ঘর থেকে কি-বোর্ডের আওয়াজ আসত। কিন্তু ৩০ অাগস্ট কোনও আওয়াজ না পেয়ে ঘরে ঢুকে দেখেন রুস্তম অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা বলছেন, সে নাকি গত দেড় বছরে দু'হাজার ঘণ্টা অনলাইন গেমে সময় কাটিয়েছে।
টানা অনলাইন গেম খেলার জন্যই কি ওই কিশোরের মৃত্যু হয়েছে? চিকিত্সকরা বলছেন, সেকেন্ড ক্লাস সিন্ড্রোম এবং দীর্ঘক্ষণ শরীর নড়াচড়া না করার কারণে থ্রম্বোসিসেই মৃত্যু হতে পারে ওই কিশোরের। শিশুরক্ষা বিভাগের এক অধিকর্তা এ ব্যপারে সমস্ত বাবা-মাকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, ''সন্তানদের কম্পিউটার গেম বা ইন্টারনেটে বন্দি করে রাখবেন না। এখনই এ বিষয়ে সতর্ক হোন।''

বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/mixter/2015/09/08/105223#sthash.w33ZbWd5.dpuf

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।