চীনের বিমানবাহিনীতে যোগ দিচ্ছে বানরসেনা। দেশটির বিমানবাহিনীর নিরাপত্তার লক্ষ্যে
বেইজিং সংলগ্ন একটি বিমানবন্দরে বানরের একটি গ্রুপকে প্রশিক্ষণ দিচ্ছে সে দেশের
বিমানবাহিনী। আকাশে পাখির হাত থেকে বিমান দুর্ঘটনা রোধে এসব বানরকে বিশেষভাবে
প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
চীনা বিমানবাহিনীর ওয়েবসাইটে জানানো হয়েছে, বিমানবন্দরের কাছাকাছি গাছে পাখির
বাসা নষ্ট করা এবং ফ্লাইটের সময় পাখিদের দূরে রাখার মতো বিষয়ে বানরদের প্রশিক্ষণ
দেওয়া হচ্ছে।ওয়েবসাইটে জানানো হয়েছে, বিমানবন্দর এলাকায়
গাছ ও পাখি নিয়ে বিমানবাহিনীকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়। পাখির কারণে অনেক
সময় বিমান দুর্ঘটনা পর্যন্ত ঘটেছে। পাখি তাড়াতে পটকা ও গুলি করেও কাজ না হওয়ায়
বানরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চীনা বিমানবাহিনীতে নতুন সংযোজন এই বানরসেনাকে
বর্ণনা করা হচ্ছে নতুন অস্ত্র হিসেবে। ইশারা ও ছোটখাটো শব্দের মাধ্যমে বানরসেনাদের
প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্রঃ বিডি-প্রতিদিন/ ০২ সেপ্টেম্বর, ২০১৫/ রশিদা
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।