সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: নাইকির জুতা বটে!

নাইকির জুতা বটে!





পোশাক নিজ থেকেই গায়ে জড়িয়ে যাচ্ছে, ইশারা করা মাত্রই কোনো কিছু হাতে চলে আসছে এসব দৃশ্য আমরা সাধারণত সায়েন্স ফিকশন মুভিতেই দেখে থাকি। তবে বাস্তবিকই এমন জুতা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি। 'নাইকি এয়ার ম্যাগ' নামে জুতাটি নিজ থেকে ফিতা [লেইস] বাঁধতে পারে। এই ধরনের জুতা প্রাথমিকভাবে কেবল নিলামের মাধ্যমেই পাওয়া যাবে।

এই জুতা তৈরির পেছনে একটা ইতিহাস আছে। ১৯৮৯ সালে 'মার্টি ম্যাকফ্লাই' মুভিতে অভিনেতা মাইকেল জে ফক্স এমন এক জুতা পরেছিলেন যার ফিতে নিজ হাতে লাগাতে হয় না। ওই টাইম-ট্র্যাভেল মুভিতে তখনকার সময়ের ৩০ বছরের পরের ঘটনা দেখানো হয়। তিনি বর্তমান থেকে ৩০ বছর পরের সময় চলে যান। সেই সময় তিনি এমন জুতার সন্ধান চান যেটির ফিতা নিজ থেকেই  গাঁট বাঁধতে পারে।

এই মুভি এবং নায়কের সম্মানেই নাইকি এমন জুতাই বানিয়েছে। এক অনুষ্ঠানে মাইকেল জে ফক্সকে নাইকির এমন জুতা পরতে দেখা যায়। অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন 'মার্টি ম্যাকফ্লাই' মুভির তার দুই সহ-অভিনেতা ক্রিস্টোফার লয়েড এবং লিয়া থম্পসন। নাইকির ডিজাইনার এবং স্পেশাল প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট টিঙ্কার হ্যাটফিল্ড এই জুতা জোড়া মাইকেলের হাতে তুলে দেন। নাইকি জানায়, দ্য ২০১৫ নাইকি ম্যাগ সীমিত আকারে পাওয়া যাবে। তাও আবার কেবল নিলামের মাধ্যমে। আর নিলাম থেকে পাওয়া লভ্যাংশ মাইকেল জে ফক্সের ফাউন্ডেশনকে দেয়া হবে। ফাউন্ডেশনটি পারকিনসন রোগের উপর গবেষণা করছে। ২০১৬ সালের স্প্রিংয়ে এই নিলাম অনুষ্ঠিত হবে।  তখনই কেবল বিস্তারিত জানা যাবে।
সূত্র : নাইকি.কম

সূত্রঃ বিডিপ্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।