সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: 'চুরি' করতে গেলে ভেঙে যাবে সাইকেল! (ভিডিও)

'চুরি' করতে গেলে ভেঙে যাবে সাইকেল! (ভিডিও)




বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৫ মিলিয়ন সাইকেল চুরি হয়। এসব সাইকেলের কোনোটা লক কেটে, কোনোটা তুলে নিয়ে যায় বুদ্ধিমান চোর। এবার চুরির উপক্রম থেকে সাইকেল বাঁচাতে চলে এল নতুন প্রযুক্তি। এমনভাবে সাইকেল ডিজাইন করা হয়েছে যাতে প্যাডেলের সঙ্গেই যুক্ত থাকবে বসার স্ট্যান্ড। আরোহী সাইকেল রেখে অনায়াসেই ঘুরে বেড়াতে পারবেন, থাকবে না সাইকেল চুরি হওয়ার ভয়। শুধু সিটের রডটি খুলে প্যাডেলের সঙ্গে লাগিয়ে রেখে যেতে হবে।

চিলিতে ইতিমধ্যেই বিক্রি হয়েছে এমন ২০০টি সাইকেল। অর্ডার আসছে অন্যান্য দেশ থেকেও। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজল্যান্ড, হংকং প্রভৃতি দেশে ক্রমশ বাড়ছে এই সাইকেলের চাহিদা। আন্ড্রেস রই এগার্স, ইয়ান জোস মনস্লেভ এবং কৃস্টাবেল ক্যাবেলো মিলে এই সাইকেলটি ডিজাইন করেছেন। তাদের কথায়,তারা এমন এক সাইকেল তৈরি করেছেন যা চুরি করতে গেলে ভেঙে যাবে। সাইকেলের সিটটাই হল এই সাইকেলের লক। লক কাটার কোন রকম পদ্ধতিই এই নতুন সাইকেল ডিজাইনে নেই। কেমন হবে এই সাইকেলের লক? ভিডিওতে দেখতে চাইলে নিচে ক্লিক করুন।


সূত্রঃ বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৫/মাহবুব

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।