Office Upload Center
Microsoft Office এর একটি অংশ। Microsoft Office Install করার সময় এটি Install হয়ে যায় এবং Install হওয়ার পর System Tray তে অবস্থান করে। সাধারণভাবে এটি Orange Color এর একটি উর্দ্ধমুখী তীর চিহ্ন
হিসেবে থাকে। তবে সমস্যা
পেলে রং পরিবর্তন হয়। আপনি চায়লে এটি Hide করতে পারেন। কিন্তু Hide করা উচিত কি না বা Hide করতে চায়লে কিভাবে
করতে হবে সেটা নিয়ে অনেক নতুন User সমস্যায় পড়তে পারেন।
তাই আজকে Microsoft
Office Upload Center
নিয়ে লিখছি।
What is Office Upload Center:
Microsoft এর অন্যতম ব্যবসা সফল
Product
এর মধ্যে Microsoft Office একটি। গত কয়েক ভার্সনের আপডেটে Office Software গুলোতে অতীতের তুলনায়
অসংখ্য পরিবর্তন আনা হয়েছে। সারা বিশ্বে MS Office একটি পরিপূর্ণ Office Suite যা
দিয়ে ছোট অফিস থেকে শুরু করে বিশ্ব বিখ্যাত বড় বড় অফিসগুলোর প্রয়োজনীয় সব কাজ করা
যায়। MS Office Bundle এর
মধ্যে অন্যান্য Tool এর মত Office Upload Center ও
একটি যা Office 2010 থেকে নতুন সংযোজন করা হয়। যাঁরা অনলাইনে (যেমন
MicrosoftOneDrive) Office File Save করেন তাঁদের জন্যই এটি খুবই দরকারী। বলা চলে অতীব গুরুত্বপূর্ণ। এটি থাকলে একজন User কে আর ভাবতে হবে না যে সে অনলাইনে কাজ করছে না অফলাইনে। কোন
ব্যবহারকারী Online এ Office File Save করার সাথে সাথে তা সরাসরি Server এ Save হয় না। তার পরিবর্তে Office ঐ File টাকে নিজের
কম্পিউটারে “Office Document Cache” এ Save করে। ওখান থেকেই
ফাইলটি Remote
Server এ Upload হয়। কোন ধরনের Connection Problem বা Confliction থাকলে Microsoft Office তা সামাল দেয়। যেমন আপনি Server থেকে একটি Office File Open করে
কাজ করতেছেন। এ অবস্থায় আপনার Server টি ডাউন হয়ে গেলো, বা কাজ করাবস্থায় আপনার Net Connection চলে
গেলো, অথবা আপনি কোন Wi-Fi Zone এ কাজ করা অবস্থায় Wi-Fi Zone থেকে বেরিয়ে গেছেন আর Network পাচ্ছেন না, ইত্যাদি অবস্থায় আপনার ফাইলটি আর Server এ Save হয় নি। একবার চিন্তা
করুন তখন আপনার ফাইলটি’র কী অবস্থা হবে?
হ্যাঁ,
MS
Office ঐ File টাকে আপনার
কম্পিউটারের “Office Document Cache” এ Save করে রাখবে। যখন Net Connection পাবে Office Upload Center তা নিজ দায়িত্বে আপনার Server এ Upload করে দেবে। শুধু তাই
না এর মাধ্যমে আপনার ফাইলের Uploading জনিত কোন সমস্যা হলে
তাও জানতে পারবেন, জানতে পারবেন Upload এর বিস্তারিত তথ্য।
ফলে আপনার ফাইলটি সম্পর্কে আপনার আর দুঃচিন্তা থাকবে না। সব দায়িত্ব Office Upload Center
এর।
আগেই
বলেছি Microsoft
Office 2010 বা এর পরের ভার্সনের
সাথে Office Upload Center
রয়েছে। তাই এটি আলাদাভাবে Install করার দরকার নেই। Installed হওয়ার পর System Tray Icon দেখা যায়।
Icon এ ক্লিক করলে Open Upload Center দেখতে পাবেন।
Windows 8 বা Windows 10 ব্যবহারকারীরা Start screen এ Upload Center লিখে search দিলেই Office Upload Center দেখতে পাবেন।
আর Windows Start menu এর মাধ্যমে পেতে চায়লে Start button>All Programs> Microsoft Office or
Microsoft Office Starter>Microsoft Office
Tools> Microsoft Office Upload Center পেয়ে যাবেন।
উপরের নিয়মে Upload Center Open করার পর এর অনেকগুলো
Options আর Features রয়েছে (যেমন Pending
Uploads, Recently Uploaded All Cached Files)। প্রয়োজনমত যা ইচ্ছা করতে পারেন। যেমন Upload All এর মাধ্যমে সব pending File upload করা যাবে। Pause Uploads এর মাধ্যমে সব File Uploading Pause করা যাবে বা Resume Uploads এর মাধ্যমে সব Pause পূণরায় Upload করা যাবে। এছাড়া Settings থেকে Options গুলো Change ও করা যায়।
আগেই বলেছি Upload Status বুঝানোর জন্য Icon টা বিভিন্নরূপ ধারণ করতে পারে। নিচে এ
নিয়ে আলোচনা করছি।
|
কোন কাজ Pending নেই
|
|
Server সমস্যার কারণে
ফাইল Upload করা যাচ্ছে না। server কাজ করলে File automatically upload হয়ে যাবে।
|
|
User Upload paused করে রাখায় upload
pending আছে। Upload Center open করে Resume
দিলেই upload আবার শুরু হবে।
|
|
Failed to upload. Upload Center open করে resolve
এর মাধ্যমে error সমস্যার সমাধান করা
যায়।
|
Icon টা Notification এর মাধ্যমেও Upload Status দেখাতে পারে।
অনেকেই দুঃচিন্তা করেন এটি Hide করা নিরাপদ কি না। একটি Product এর অনেকগুলো Feature থাকতে পারে। তাই বলে সবগুলো Feature
ই যে
একজন User কে ব্যবহার করতে হবে তা নয়। বরং Feature গুলো ব্যবহার করবে কি না, সেটা User এর প্রয়োজনের উপর নির্ভর করে। তাই User যদি মনে করে যে Office Upload Centre তাঁর কোন কাজে আসছে না, সে তা
অবশ্যই করতে পারে। তাই এটি Hide করাতে
কোন সমস্যা নেই। এটি Hide করা
খুবই সহজ। Office Upload Center Open করে Settings এ যেতে
হবে।
তার পর “Display icon in notification area” থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে OK দিতে হবে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।