সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি

পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি



১৯৬৫ সালে পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ী 'পিল পি-৫০' এর রেকর্ড ভেঙে ফেলেছেন পেরি ওয়াটকিংস। ব্রিটেনের বাকিংহামশায়ারের অধিবাসী ৪৭ বছর বয়সী পেরি ওয়াটকিংসের তৈরি 'উইন্ড আপ'-ই এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র গাড়ি। এই গাড়িটির উচ্চতা ৪১, দৈর্ঘ্য ৫১ আর প্রস্থ ২৬ ইঞ্চি। উইন্ড আপই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে। শুধু তাই নয়, গাড়িটি ইতিমধ্যেই সাধারণ গাড়ির মতো রাস্তায় চলার অনুমতি পেয়ে গেছে।

এ গাড়ির বাইরের অংশের জন্য পেরি ওয়াটকিংস পয়সা দিয়ে চালানো বাচ্চাদের খেলনা গাড়ির মডেল অনুকরণ করেছেন। গাড়ির চাকা হিসেবে লাগানো হয়েছে হোন্ডা মানকি মোটরসাইকেলে ব্যবহৃত চাকা। গাড়িটির জন্য তিনি ব্যবহার করেছেন ১৫০ সিসি ইঞ্জিন। পেরির ক্ষুদ্র এই গাড়িটি প্রতি ঘণ্টায় প্রায় ৩৭ মাইল বেগে চলতে পারে। অন্যসব গাড়ির মতো উইন্ড আপেও রয়েছে আয়না, হেডলাইট, সিটবেল্টের মতো প্রয়োজনীয় আরও অনেক জিনিস। গাড়ির চালক ও মালিক পেরি ওয়াটকিংস বলেন, "প্রথমে আমার গাড়িটি দেখার পর মানুষ অবিশ্বাসের চাহনিতে তাকাত। কিছুক্ষণ পরই তারা হেসে উঠত এবং বলত, এটা এত ছোট'!" পারিবারিক সূত্রে জানা গেছে, গাড়ির প্রতি আকর্ষণ সবসময়ই ছিল পেরির। উইন্ড আপের আগেও পেরির নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে লেখা হয় পৃথিবীর সবচেয়ে নিচু ছাদের গাড়ি তৈরি করার জন্য। তিনি সেই গাড়ির নাম রেখেছিলেন 'ফ্ল্যাট মবিল'


সূত্রঃ   বাংলাদেশ প্রতিদিন, ০৭ এপ্রিল ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।