সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: উইন্ডোজ সেভেনে Thumbnail এনাবল,ডিজেবল, রিসাইজ করুন

উইন্ডোজ সেভেনে Thumbnail এনাবল,ডিজেবল, রিসাইজ করুন


উইন্ডোজে Thumbnail সিস্টেমটা দারুন কাজের। বিশেষ করে ভিডিও এবং ইমেজ ফাইলের Thumbnail এর মাধ্যমে একজন ইউজার প্রিভিউ দেখে বুঝে নিতে পারেন তার ফাইল কোনটি। এক্সপির চেয়ে সেভেনের Thumbnail সিস্টেমটা আরো দারুন। কারণ সেভেনে Thumbnail সাইজকে ইচ্ছেমত বাড়ানো/কমানো যায়। আবার ইচ্ছে করলে এ Thumbnail কে এনাবল/ডিজেবল করাও যায়। আসুন দেখি কিভাবে এনাবল/ডিজেবল এবং সাইজ বাড়ানো কমানো যায়।

 উপরের ছবিটি যখন Thumbnail এনাবল থাকে।


 উপরের ছবিটি যখন Thumbnail ডিজেবল থাকে।

Thumbnail এনাবল/ডিজেবলঃ
অনেক সেভেন ইউজার Thumbnail ডিজেবল সমস্যায় ভোগে থাকেন। কয়েকটি সেটিংস পরিবর্তন করে এটি এনাবল যেমন করা যায় তেমনি ডিজেবলও করা যায়। আর সেটিংসগুলো হল Folder Options, Visual Effects, Registry Settings, Group Policy নিচে একটি একটি দেখি।

Folder Options: প্রথমে Control Panel হয়ে Folder Options এ যান।

ওখান View tab থেকে শুরুর Always show icons, never thumbnails অপশনটি খুঁজে বের করুন। ওটাতে চেকমার্ক থাকলে আপনার Thumbnail ডিজেবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন না বরং Thumbnail এর পরিবর্তে আইকন দেখবেন। আর চেকমার্ক তুলে দিলে আপনার Thumbnail এনাবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন। Thumbnail দেখতে চায়লে ওখানে চেকমার্ক চিহ্ন তুলে দিয়ে Apply>OK দিন।


Visual Effects: My Computer>Properties>Advanced System settings>Advanced এ গিয়ে Performance ট্যাবের নিচে Settings button এ ক্লিক করে Visual Effects ট্যাবে গিয়ে Show thumbnails instead of icons অপশনটি খুঁজে বের করুন।

ওটাতে চেকমার্ক থাকলে আপনার Thumbnail এনাবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন। আর চেকমার্ক তুলে দিলে আপনার Thumbnail ডিজেবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন না বরং Thumbnail এর পরিবর্তে আইকন দেখবেন। Thumbnail দেখতে চায়লে ওখানে চেকমার্ক চিহ্ন দিয়ে Apply>OK দিন।

Registry Settings: নিচের রেজিস্ট্রি সিটিংসগুলো দেখুন। স্ক্রীপ্টগুলো Notepad পেষ্ট করে Thumbnails.reg নামে সেভ করুন এবং সেটিংস সেট করার জন্য রেজিঃ ফাইলটি রান করুন। অথবা Run (Windows Key+R) এ গিয়ে regedit লেখে এন্টার চাপুন। Registry Editor খুলবে। এবার নিচের স্ক্রীপ্ট অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় গিয়ে নির্দিষ্ট মানটি বসিয়ে দিন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"IconsOnly"=dword:00000000

উপরের স্ক্রীপ্টটি বর্তমান ইউজার/একটিভ ইউজার/লগঅন ইউজারের Thumbnail এনাবল করবে।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"DisableThumbnails"=-

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"IconsOnly"=dword:00000000

উপরের স্ক্রীপ্টটি সব ইউজারের Thumbnail এনাবল করবে।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"IconsOnly"=dword:00000001

উপরের স্ক্রীপ্টটি বর্তমান ইউজার/একটিভ ইউজার/লগঅন ইউজারের Thumbnail ডিজেবল করবে।
Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"DisableThumbnails"=dword:00000001

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"IconsOnly"=dword:00000001

উপরের স্ক্রীপ্টটি সব ইউজারের Thumbnail ডিজেবল করবে।

আপনি যেভাবে এনাবল/ডিজেবল করতে চান সেভাবেই রেজিস্ট্রি সেটিংস প্রয়োগ করতে পারেন। ইচ্ছে করলে আমার তৈরি করা রেজিঃ ফাইল ডাউনলোড করতে পারেন।

Group Policy: Run (Windows Key+R) এ গিয়ে gpedit.msc লেখে এন্টার চাপুন। Group Policy খুলবে। ওখান থেকে User Configuration>Administrative Template>Windows Components>Windows Explorer এ যান। ডানপাশে অবস্থিত Turn off the display of thumbnails and only display icons এ রাইট ক্লিক>Edit এ ক্লিক করুন বা ডাবল ক্লিক করুন।

ওখানে Not Configured বা Disabled এ ডট থাকলে আপনার Thumbnail এনাবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন। আর Enabled ডট থাকলে আপনার Thumbnail ডিজেবল থাকবে এবং আপনি Thumbnail দেখতে পাবেন না। তাই Thumbnail দেখতে চায়লে Not Configured বা Disabled এ ডট দিয়ে OK দিন। ডিফল্ট হিসেবে Not Configured থাকে।

উপরের সবগুলো সেটিংস চেক করে Thumbnail অপশনগুলো এনাবল করে দিন। এতে আপনার Thumbnail ডিজেবল সমস্যাটি চলে যাবে।

Thumbnail ছোট/বড় করাঃ
উইন্ডোজ সেভেনে দারুন মজার এ অপশনটি এক্সপিতে নেই। এ অপশনটির মাধ্যমে প্রত্যেক উইন্ডোজে বিভিন্ন সাইজের Thumbnail প্রয়োগ করা যায়। কোনটাতে বড় কোনটাতে ছোট যার যেমন ইচ্ছা করা যায়। এ জন্য পছন্দের উইন্ডোতে গিয়ে View অপশনে এ ক্লিক করুন।

যে মেন্যু আসবে তাতে একটি যে স্ক্রল বার আছে সেটা উপরে নিচে ড্রাগের মাধ্যমে Thumbnail সাইজ বাড়ানো/কমানো যায়।


বিঃদ্রঃ   ThumbnailSize আর ThumbnailQuality কাজটি করার জন্য পিসি আইকন বা অন্যান্য ভিউ থেকে অধিক RAM খরচ করে থাকে। তাই পিসিতে RAM  কম হয়ে থাকলে Thumbnail দেখার সময় পিসি স্লো হতে পারে বা হ্যাং এর মত হতে পারে কিছুক্ষণ। তাছাড়া যে ফোল্ডারে প্রচুর ফাইল আছে সে ফোল্ডারের Thumbnail দেখাতে পিসি বেশি সময় নিতে পারে। তাই RAM  কম থাকলে ThumbnailSize অধিক পরিমাণে বাড়ানো থেকে বিরত থাকুন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।