Windows এর যত বিল্টইন টুল আছে তার মধ্যে sfc টুলটি খুবই কার্যকর একটি টুল। এর মাধ্যমে উইন্ডোজের নষ্ট ফাইল রিপেয়ার করা যায়। বিভিন্ন সফটওয়ার ইনস্টল/আনইনস্টল কিংবা ভাইরাসের কারণে উইন্ডোজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, ডিলিট হয়ে যায়। এতে উইন্ডোজের সিকিউরিটি দুর্বল হয়ে পড়ে, উইন্ডোজ ভালভাবে কাজ করতে পারে না, শুরু হয় বিভিন্ন সমস্যা। এ জন্য নষ্ট ফাইলগুলো রিপেয়ার করা খুবই জরুরী হয়ে পড়ে। আর sfc Command সেই কাজটি ভালভাবেই করতে পারে। এ কমান্ডের মাধ্যমে কাজ না হলে উইন্ডোজ রিপেয়ার করা জরুরী হয়ে পড়ে।
কিভাবে করবেনঃ
১। যে সিডি/ডিভিডি দিয়ে উইন্ডোজ দিয়েছেন সে সিডি/ডিভিডিটি সিডিরমে ঢুকান।
২। এবার All Programs> Accessories> Command Prompt এ right-click করে “Run as Administrator” এ ক্লিক করুন। (Windows 7 এর জন্য)
তাহলে Command Prompt আসবে। ওখানে নিচের কমান্ডটি লেখে এন্টার চাপুন।
তাহলে Command Prompt আসবে। ওখানে নিচের কমান্ডটি লেখে এন্টার চাপুন।
SFC /SCANNOW
অথবা
Run (Windows Key+R) এ গিয়ে SFC /SCANNOW লেখে এন্টার চাপুন। (Windows XP এর জন্য)
এই কাজটি চলাবস্থায় উইন্ডোজ সিডি লাগবে। তাই ১ নং স্টেপে কাজটি না করলে এখন করতে হতে পারে। |
নিচে আরো কিছু সুইচ দেয়া হলঃ
Switch
|
Result
|
Example
|
/scannow
|
সবধরনের protected system File Scans করে রিপেয়ার করবে
|
sfc /scannow
|
/scanonce
|
পরবর্তী রিস্টার্টের পর protected system File একবার Scans করবে
|
sfc /scanonce
|
/scanboot
|
পিসি প্রতি Restart’র পর protected system File ১বার Scans করবে
|
sfc /scanboot
|
উল্লেখ্য- কমান্ডগুলোতে ছোট হাতের বা বড় হাতের অক্ষর বাসানো যাবে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।