সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: How to Merge Partition – একাধিক পার্টিশান বা ড্রাইভকে কিভাবে জোড়া লাগাতে হয়

How to Merge Partition – একাধিক পার্টিশান বা ড্রাইভকে কিভাবে জোড়া লাগাতে হয়



AOMEI Partition Assistant

Partition Merge করা মানে হলো এক বা একাধিক পার্টিশান বা ড্রাইভকে জোড়া লাগানো বা একটিতে পরিণত করা আমরা বিভিন্ন সময়ে এই কাজটি করার প্রয়োজনীয়তা অনুভব করি যেমন হয়তো একটি ড্রাইভ বেশি ছোট হয়ে গেছে সেটাকে অন্য একটির সাথে যুক্ত করতে হবে, কিংবা কোন একটি ড্রাইভ বেশি বড় হয়ে গেছে সেটিকে Resize করতে গিয়ে কিছু Unallocated (নতুন পার্টিশান করার মত হার্ডডিস্কের খালি জায়গা) জায়গা বের হয়েছে এবং সেটাকে অন্য একটি ড্রাইভের সাথে যুক্ত করতে হবে এই ধরনের কাজ করতে চায়লে পার্টিশান বা ড্রাইভকে Merge করতে হয় কাজটি করার জন্য বেশ কয়টি জনপ্রিয় HDD Tools আছে আমি তেমন একটি ফ্রী টুল নিয়ে কাজটি করে দেখাবো টুলটির নাম হলো AOMEI Partition Assistant যা ফ্রীতেই ব্যবহার করা যায়

Partition Merge করার নিয়মঃ
প্রথমে AOMEI Partition Assistant টুলটি ড্রাউনলোড করে নিন ইনস্টল করার পর আপনার পছন্দমত টুলটি রান করুন ( Bootable CD বা সেটাপ ফাইল যেটাই ব্যবহার করতে চান) নিচের মত আপনার হার্ডডিস্কের পুরো চিত্র নিয়ে টুলটি ওপেন হবে
AOMEI Partition Assistant


আপনি যে পার্টিশান বা ড্রাইভকে Merge করবেন তার একটি সিলেক্ট করুন
AOMEI Partition Assistant

Selected পার্টিশান বা ড্রাইভের উপর রাইট ক্লিক করে Merge Partitions এ ক্লিক করুন
AOMEI Partition Assistant
  
অথবা উপরের Menu bar থেকে Merge Partitions এ ক্লিক করুন
AOMEI Partition Assistant

নিচের মত আপনার Selected পার্টিশান বা ড্রাইভটি সিলেক্ট অবস্থায় Partitions Merge উইন্ডো আসবে
AOMEI Partition Assistant

আপনি যে কয়টা পার্টিশান বা ড্রাইভ Merge করতে চান সিলেক্ট করুন যেমন আমি Unallocated এর সাথে D  ড্রাইভটি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর OK দিন
AOMEI Partition Assistant
  
এবার Preview দেখুন অর্থাৎ Merge হওয়ার পর আপনার পার্টিশান বা ড্রাইভগুলো কি রকম হবে তার Preview দেখাচ্ছে নিচের চিত্রে যদি আপনার ভাল না লাগে বা কোন সমস্যাবোধ করেন তাহলে আপনি উপরের Toolbar bar থেকে Undo/Discard এ ক্লিক করতে পারেন
AOMEI Partition Assistant

Preview দেখার পর যদি আপনি মনে করেন যে আপনার পছন্দমত কাজ হয়েছে তাহলে উপরের Toolbar থেকে ডানপাশে Apply তে ক্লিক করুন
AOMEI Partition Assistant

নিচের চিত্র আসবে Proceed এ ক্লিক করুন
AOMEI Partition Assistant

১০ Yes/No মেসেজ আসবে আপনি যদি Merge Partitions এর কাজটি Apply করতে চান তাহলে এখানে Yes দিন
AOMEI Partition Assistant

১১ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন
AOMEI Partition Assistant

১২ অবশেষে নিচের মত Successful মেসেজ আসবে OK দিন আপনার কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে
AOMEI Partition Assistant


বিঃদ্রঃ Partitions Merge করার আগে গুরুত্বপূর্ণ ডাটা Backup এ রাখুন অন্যথায় ডাটাগুলো পরে হারিয়ে যেতে পারে

টুলটি আমার Partition CD এবং Windows 7 Live এ আছে। ইচ্ছা করলে ওখান থেকে ব্যবহার করতে পারেন।


৫টি মন্তব্য:

  1. kamrul by ami akta blog kolci but okane apnar moto bibag home page jog korte pilz amar emile html code patan pilz brother

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিভাগ যোগ করতে কোন কোডিং করতে হয় না। আপনি নিচের পোষ্টটি দেখুন।
      http://kamrulcox.blogspot.com/2012/03/blog-post.html

      মুছুন
  2. উত্তরগুলি
    1. Gmail, Yahoo দুটোই আমার প্রোফাইলে ক্লিক করলে পাবেন।

      মুছুন
    2. আপনি Laout>বিভাগ>Edit এ যান। একটি পেজ আসবে। ওখানে Display অপশন হিসেবে List সিলেক্ট করুন।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।