আমরা কম্পিউটারে অনেক ধরনের প্রোগ্রাম ব্যবহার করি। যেমন মাল্টিমিডিয়া,ইউটিলিটি,ইন্টারনেট,অফিস ইত্যাদি গ্রুপের । কিন্তু যখন এই প্রোগ্রামগুলো আমরা ইন্সটল করি তা স্টার্টমেন্যুর program ফোল্ডার এর অধীনে থাকে (কিছু কিছু প্রোগ্রাম যদি ও ইন্সটল করার সময় এই লোকেশন বদলানো যায়) । এভাবে যতবেশি প্রোগ্রাম আমরা ইন্সটল করি ততই স্টার্টমেন্যুতে প্রোগ্রাম মেন্যুর আকারটা লম্বা হয় যা বিরক্তিকর।কিন্তু আপনি যদি এসব প্রোগ্রামকে নিজের ইচ্ছেমত ফোল্ডার বানিয়ে,ইচ্ছেমত নাম দিয়ে এবং ফোল্ডারে ইচ্ছেমত ছবি দিয়ে স্টার্টমেন্যু বা প্রোগ্রাম মেন্যুতে সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনার মেন্যুটা হয় ছোট,সুন্দর,আর প্রোগ্রামগুলো গ্রুপ ধরে খুজেঁ বের করতে হবে সহজ।
আমরা স্টার্টমেন্যুর প্রোগ্রামমেন্যুতে মাল্টিমিডিয়া নামে একটা ফোল্ডার করব,ফোল্ডারে নিজের পছন্দমত ছবি দেব,আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সহ যত মাল্টিমিডিয়া প্রোগ্রাম আছে সেগুলো এর ভিতর ঢুকাব।
স্টার্ট বাটনে রাইট ক্লিক করে অপেন এ ক্লিক করেন।নতুন উইন্ডোতে Programs নামের ফোল্ডারে ঢুকুন।এবার File>New>Folder এ ক্লিক করুন নতুন একটি ফোল্ডার হবে নাম দিন Multimedia।এর উপর রাইট বাটন করে Properties এ যান এবং পছন্দমত ছবি দিন (এই ফোল্ডারটি আপনি এখন স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যুতে দেখতে পাবেন)।এবার ফোল্ডারটিতে অপেন করে তাতে ঢুকুন।(এখানে স্টার্টমেন্যু বা প্রোগ্রাম মেন্যু থেকে ড্রাগ করে যা এনে দেবেন তা আপনি স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যুতে ঐ ফোল্ডারে পাবেন)।এঅবস্থায় স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যু খুলূনএবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ারকে ড্রাগ করে এ ফোল্ডারের ভিতর (আপনি যে ফোল্ডারটা খুলেছেন) ছেড়ে দেন।কাজ শেষ। এভাবে আপনার যত মাল্টিমিডিয়া প্রোগ্রাম আছে সব একটা একটা করে এদের মূল ফোল্ডার সহ (আপনি যে ভাবে চান) ড্রাগ করে এখানে ছেড়ে দেন।এখন স্টার্টমেন্যু খুলে দেখুন আপনার ডিজাইনটা কেমন লাগছে।এই ফোল্ডারকে রাইট বাটন করে আপনি Cut,Copy,Send to,Shortcut,Rename,Delete করার সুযোগ ও পাবেন।এ ফোল্ডারকে Cut করে> স্টার্ট বাটনে রাইট ক্লিক করে অপেন এ ক্লিক করেন নতুন উইন্ডোতে (Programs ফোল্ডারের পাশে )>paste করে দেন।তাহলে একে আপনি স্টার্টমেন্যুতে প্রোগ্রাম ফোল্ডারের উপরে পাবেন।
এই ফোল্ডারকে মেন্যুর উপরে -নিচে একটু ড্রাগ করে দেখুন।দেখবেন একটা কাল লাইন এসেছে।এ অবস্থায় আপনি একে মেন্যুর উপরে,নিচে,মাঝখানে যেখানে খুশি নিয়ে ছেড়ে দেন।তাহলে ওখানেই হবে তার জায়গা। ওহে আপনি ফোল্ডারগুলোর ছবিও বদলাতে পারবেন আপনারমত করে।আর কিছু ---------???
আমরা স্টার্টমেন্যুর প্রোগ্রামমেন্যুতে মাল্টিমিডিয়া নামে একটা ফোল্ডার করব,ফোল্ডারে নিজের পছন্দমত ছবি দেব,আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সহ যত মাল্টিমিডিয়া প্রোগ্রাম আছে সেগুলো এর ভিতর ঢুকাব।
স্টার্ট বাটনে রাইট ক্লিক করে অপেন এ ক্লিক করেন।নতুন উইন্ডোতে Programs নামের ফোল্ডারে ঢুকুন।এবার File>New>Folder এ ক্লিক করুন নতুন একটি ফোল্ডার হবে নাম দিন Multimedia।এর উপর রাইট বাটন করে Properties এ যান এবং পছন্দমত ছবি দিন (এই ফোল্ডারটি আপনি এখন স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যুতে দেখতে পাবেন)।এবার ফোল্ডারটিতে অপেন করে তাতে ঢুকুন।(এখানে স্টার্টমেন্যু বা প্রোগ্রাম মেন্যু থেকে ড্রাগ করে যা এনে দেবেন তা আপনি স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যুতে ঐ ফোল্ডারে পাবেন)।এঅবস্থায় স্টার্টমেন্যুর প্রোগ্রাম মেন্যু খুলূনএবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ারকে ড্রাগ করে এ ফোল্ডারের ভিতর (আপনি যে ফোল্ডারটা খুলেছেন) ছেড়ে দেন।কাজ শেষ। এভাবে আপনার যত মাল্টিমিডিয়া প্রোগ্রাম আছে সব একটা একটা করে এদের মূল ফোল্ডার সহ (আপনি যে ভাবে চান) ড্রাগ করে এখানে ছেড়ে দেন।এখন স্টার্টমেন্যু খুলে দেখুন আপনার ডিজাইনটা কেমন লাগছে।এই ফোল্ডারকে রাইট বাটন করে আপনি Cut,Copy,Send to,Shortcut,Rename,Delete করার সুযোগ ও পাবেন।এ ফোল্ডারকে Cut করে> স্টার্ট বাটনে রাইট ক্লিক করে অপেন এ ক্লিক করেন নতুন উইন্ডোতে (Programs ফোল্ডারের পাশে )>paste করে দেন।তাহলে একে আপনি স্টার্টমেন্যুতে প্রোগ্রাম ফোল্ডারের উপরে পাবেন।
এই ফোল্ডারকে মেন্যুর উপরে -নিচে একটু ড্রাগ করে দেখুন।দেখবেন একটা কাল লাইন এসেছে।এ অবস্থায় আপনি একে মেন্যুর উপরে,নিচে,মাঝখানে যেখানে খুশি নিয়ে ছেড়ে দেন।তাহলে ওখানেই হবে তার জায়গা। ওহে আপনি ফোল্ডারগুলোর ছবিও বদলাতে পারবেন আপনারমত করে।আর কিছু ---------???
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।