সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আপনার সফটওয়ার কি ভাইরাসমুক্ত আছে?

আপনার সফটওয়ার কি ভাইরাসমুক্ত আছে?


আপনার বেকআপ সফটওয়ারগুলো পুরোপুরি নিরাপদ নয় কিন্তু হার্ডডিস্কই হল আমাদের সফটওয়ার বেকআপ রাখার সবচেয়ে বড় স্থান তাই আমরা চাই হার্ডডিস্কে যা রাখবো তা ১০০% ভাইরাসের আক্রমণ থেকে নিরাপদ থাকুক আর তা কোন সফটওয়ার ছাড়াই এ জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে নিম্মের কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন


১. System Volume Information বন্ধ করার পরামর্শটা থাকলো

২. কোন সফটওয়ার ডাউনলোড করার সাথে সাথে এটাকে জিপ (যে কোন ধরনের কমপ্রেস) করে ফেলুন আমি একটা সফটওয়ারকে জিপ এবং নরমাল দুই অবস্থায় একই সাথে রেখে দেখেছি যে নরমালটা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু জিপটা ঠিকই আছে এর কারণ হল ভাইরাস zip ফাইলকে সহজে আক্রমণ করতে পারে নাজিপ করার জন্য কোন সফটওয়ার বা ফাইলের উপর রাইট ক্লিক করে Send to> Compressed (Zipped) Folder এ ক্লিক করুন তাহলে সেখানে ঐ নামেই ফাইলটি জিপ হবে এবার আনজিপটি ডিলিট করে দিন যখন দরকার হবে রাইট ক্লিক করে Extract all>Next>Finish দিলেই আপনি একে নরমাল অবস্থায় পাচ্ছেন কাজ শেষে নরমালটা আবার ডিলিট করে ফেলুন এতে আপনার হার্ডডিস্কের জায়গাও বাঁচবে অনেক

৩. দিন দিন শক্তিশালী ভাইরাসের আগমন ঘটছে তাই না জানি কখন ২ নং নিয়মটাও ভাইরাস ভাঙ্গতে সক্ষম হয় তাই চায় আরো নিরাপত্তা আর তা করার জন্য আপনাকে ফাইলের Extension বদলাতে বা মুছে ফেলতে হবে যেমন আপনি Setup.exe নামের একটা ফাইল নামালেন এখন রিনেম করে .exe টা হয় মুছে দিন, আর না হয় ঐ জায়গায় অন্যকিছু লেখুন এতে করে ফাইলটির আইকন বদলে যাবে যখন সেটআপ করতে যাবেন তখন Rename করে আবার .exe দিয়ে দেবেন ৩ নং কাজটি আপনি ২ নং কাজটি করার আগেও করতে পারেন আবার পরেও করতে পারেন ২নং এর আগে করলে মুছবেন .exe লেখাটা আর পরে করলে মুছবেন.zip লেখাটা (অর্থাৎ জিপ ফোল্ডারের Extension টা) আপনি যেটা মুছতে পছন্দ করেন সেটাই করুন

অর্থাৎ একটা নিয়ম হল জিপ করার, আরেকটা হল Extension মুছে ফেলার এ কাজ দুটো করার পর আপনার ফাইলগুলো আশাকরি ১০০% ভাইরাসমুক্ত থাকবে তবে কোন ভাইরাস আক্রান্ত ফাইলকে এ কাজগুলো করলে তা কিন্তু ভাইরাসমুক্ত হবে না যদি কখনো সিডিতে রাইট করার দরকার হয় তাহলে ২নং কাজটি করার পর একবার স্ক্যান করে ফেলুন এতে ভবিষ্যতে ঐ সফটওয়ারগুলো ব্যবহার করার জন্য আর Antivirus দিয়ে স্ক্যান করতে হবেনা নেট থেকে নামানো সব ফ্রি সফটওয়ার কিন্তু ভাইরাসমুক্ত না মনে রাখবেন এখানে ক্লিক করলে আরো বিস্তারিত জানতে পারবেন তারপরও ভাইরাসকে ভয় লাগলে Deep Freeze এবং Hiren’s Boot CD সম্পর্কে একটু পড়তে পারেন


সর্বশেষ সম্পাদনাঃ ০৭/০৭/২০১০ খ্রিঃ
 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।