Windows এ My Document ফোল্ডারটি খুবই গুরুত্ব বহন করে। কারণ আমরা কোন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল সহ যেকোন কিছু সেভ করলে তা ডিফল্টভাবে My Document এ সেভ হয় (Default Location অবশ্য বদলানোও যায়)।আমরা অনেক সময় তাতে রেখেও দিই। কিন্তু কোন কারণে নতুন Windows দিতে হলে আমাদের অজান্তে এ গুরুত্বপূর্ণ ডাটাগুলো মুছে যায়। এর কারণ হল My Document ফোল্ডারটি থাকে “C” Drive এর অধীনে। তাই “C” Drive ফরমেট করার সাথে সাথে সব শেষ হয়ে যায় নিমিষেই। কিন্তু ইচ্ছে করলে আমরা এ ডিফল্ট লোকেশন বদলাতে পারি। বিস্তারিত নিচে।
১. প্রথমে যে ড্রাইভে আপনি তা সরাবেন সে ড্রাইভে একটি My Document নামে নতু ফোল্ডার খুলুন। যেমন F ড্রাইভে (যেকোন ড্রাইভের যে কোন জায়গায় পারা যাবে) একটি My Document ফোল্ডার খুলুন।
২. এবার আপনার ডেস্কটপে থাকা My Document ফোল্ডারটির (অরজিনালটা) উপর রাইট ক্লিক করে Properties>Move এ যান। এবার Select a Destination ডায়লগবক্স থেকে My Computer>F এ গিয়ে আপনার তৈরি করা My Document ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন।Yes/No আসলে Yes দিন। তাহলে আপনার তৈরি করা My Document ফোল্ডারটিই হবে নতু জায়গা। সবকিছু ওখানেই চলে যাবে, ওখানেই সেভ হবে। ফলে দিনে দশবার নতুন Windows দিলেও চিন্তার কিছু নেই।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।