সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মাইক্রোসফট অফিস সেভ করুন আপনার পছন্দের জায়গায়

মাইক্রোসফট অফিস সেভ করুন আপনার পছন্দের জায়গায়

আমরা MS Word, Excel ইত্যাদি সফটওয়ারে কাজ করার পর সেভ করলে তা ডিফল্টভাবে My Document এ সেভ হয়। কিন্তু My Document থাকে “C” ড্রাইভের অধীনে (অবশ্য এ লোকেশন বদলানো যায়) যা ঝুকিঁপূর্ণ। তাই এ ডিফল্ট লোকেশনটা বদলানো দরকার। প্রথমে যেকোন ড্রাইভ একটি ফোল্ডার তৈরি করুন।
১. MS Word খুলুন। তারপর Tools>Options>File Locations এ যান। সেখান থেকে Modify তে Click করে আপনার পছন্দের ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন। এখন থেকে ডিফল্ট লোকেশন হবে সেটা।
২. MS Excel এর জন্য আপনাকে Tools>Options>General>Deafault File Location: এ যেতে হবে।ধরুন আপনার নতুন ফোল্ডারটির Path হল F:\My Document । তাহলে আপনি F:\My Document লেখে বা My Computer Address bar থেকে Path টি কপি করে Deafault File Location: এর ঘরে বসিয়ে দিন। কাজ শেষ।
৩. MS Access এ থাকে Tools>Options>General>Deafault Database Folder এর জায়গায়। MS Excel এর মত Path টি লেখে দিন বা কপি করে পেস্ট করে দিন।
৪. এভাবে Power Point সহ অন্যান্য সবগুলোকে একই ভাবে করা যাবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।