Microsoft গ্রাহকের নিরাপত্তার দিকে নজর দিয়েছে এ কথা সত্যই বলা যায়। কারণ তারা MSE এর পাশাপাশি Malicious Software Removal Tool ও আবিস্কার করে ফেলেছে যা দিয়ে অত্যন্ত কার্যকরভাবে পিসিতে অবস্থানরত সব ধরনের Malicious দূর করা যায়। এটি খুবই কার্যকর একটি টুল যা Spyware বা Malware আক্রান্ত Windows কে Clean করে খুব দ্রুততার সাথে। এর স্ক্যানের তিনটি পর্যায় রয়েছে। যেমন-
Quick – এটি দিয়ে আপনার উইন্ডোজ ড্রাইভ যেটাতে আপনার উইন্ডোজ সেটাপ আছে সে ড্রাইভটি স্ক্যান করতে পারেন।
Full- এটি দিয়ে পুরো কম্পিউটারকে একসাথে স্ক্যান করতে পারেন।
Customize- এটি দিয়ে যেকোন ড্রাইভ, ফাইল/ফোল্ডারকে ব্রাউজ করে স্ক্যান করতে পারেন।
ইউজার তার পছন্দমত যেকোন পদ্ধতি ব্যবহার করতে পারেন। টুলসটি সম্পূর্ণ ফ্রি এবং জেনুইন ননজেনুইন উভয় ইউজারই ব্যবহার করতে পারেন। এর সাইজ ও খুব বেশি না। একবার ডাউনলোড করে ১ সপ্তাহ পর্যন্ত স্ক্যান চালাতে পারবেন। এরপর এটির আপডেট মেয়াদ চলে যায়। এটি ইন্সটল করার ঝামেলা নেই। পোর্টেবলের মতই ব্যবহার করতে পারবেন।
ইউজার তার পছন্দমত যেকোন পদ্ধতি ব্যবহার করতে পারেন। টুলসটি সম্পূর্ণ ফ্রি এবং জেনুইন ননজেনুইন উভয় ইউজারই ব্যবহার করতে পারেন। এর সাইজ ও খুব বেশি না। একবার ডাউনলোড করে ১ সপ্তাহ পর্যন্ত স্ক্যান চালাতে পারবেন। এরপর এটির আপডেট মেয়াদ চলে যায়। এটি ইন্সটল করার ঝামেলা নেই। পোর্টেবলের মতই ব্যবহার করতে পারবেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।