সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ভার্সুয়াল পিসি এডিশন ইন্সটল

ভার্সুয়াল পিসি এডিশন ইন্সটল


যারা মাইক্রোসফট ভার্সুয়াল পিসি পোষ্টটি পড়েছেন এবং প্রাকটিস করেছেন তাদের জন্য এ পোষ্টটি গুরুত্বপূর্ণ। ভার্সুয়াল পিসি ব্যবহার করতে গিয়ে যে সমস্যায় পড়তে হচ্ছে তাদের মধ্যে অন্যতম হল মাউস সরানো (কী-বোর্ড থেকে ডানপাশের Alt চাপলে মাস সরানো যাবে) আর কোন ফাইল কপি করা (Host পিসি থেকে Guest পিসিতে কিংবা Guest পিসি থেকে Host পিসিতে)। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার ভার্সুয়াল পিসি এডিশন ইন্সটল করা। ভার্সুয়াল পিসি এডিশন ইন্সটল করলে আরো অনেক সুযোগ-সুবিধা আছে। যেমন


  • Drag and drop
  • Folder sharing
  • Integrated mouse
  • Optimized video drivers
  • Time synchronization
  • Clipboard sharing
  • Improved operating system performance
  • Dynamic resizing of the virtual machine window, which automatically adjusts the size of the guest operating system desktop
  • Sound driver compatible with Windows Vista
  • Internet Browsing

নিচে আমি দেখাচ্ছি কিভাবে ভার্সুয়াল পিসি ইন্সটল করতে হয়। ছবিগুলো দেখলেই বুঝা যাবে।

ভার্সুয়াল পিসি ইন্সটলঃ
১মে ভার্সুয়াল পিসির উপরে যে মেন্যু আছে তার CD মেন্যু থেকে Capture ISO Image এ যান। ওখান থেকে C:\Program Files\Microsoft Virtual PC\Virtual Machine Additions এ যান (C এর জায়গায় আপনার উইন্ডোজ অন্য ড্রাইভে হলে সেই ড্রাইভে যাবেন)। ওখান থেকে VMAdditions.iso টি সিলেক্ট করে দিতে হবে। নিচের ছবিগুলো দেখুন।




 
এবার আপনার ভার্সুয়াল পিসির সিডি ড্রাইভে প্রবেশ করুন। ওখান থেকে উপরের ছবিতে চিহ্নত Setup.exe ফাইলটি রান করুন। ইন্সটলের পর পিসি রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন। এবার থেকে আপনি উপরে বর্ণিত সুবিধাগুলো ভোগ করতে পারবেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।