Foxit Reader দারুন একটি ফ্রী PDF Reader যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহার কারীব্যবহার করে। অনলাইনে কিংবা অফলাইনে যারা ই-বুক পড়তে চান তাদের জন্য পিডিএফ রিডার অবশ্য দরকার। আর এরকম ইউজারদের জন্য Foxit Reader হতে পারে দারুন একটি সফটওয়ার। এটি খুব দ্রুত রান করে এবং কম রিসোর্স ব্যবহার করে। Adobe Acrobat যেখানে অনেক বেশি রিসোর্স হাংগার সেখানে Foxit Reader অনায়াসে ব্যবহার করা যায়। Foxit Reader দিয়ে PDF ফাইলে টীকা যোগ করা যায়, ফর্ম পূরণ করা যায়, অন্যান্য টেক্সট যোগ করা যায়। এটিতে বেশ কিছু সুন্দর ফিচার আছে যা অন্যান্য পিডিএফ রিডারে নেই। ফ্যী হওয়াতে এটি ব্যক্তিগত, অফিস ও ব্যবসায়ীক সকল দিকে ব্যবহার করা যায়।
System Requirements:
Operating Systems
Download: Homepage, Softpedia, Filehippo | Recommended Hardware
|
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।