বর্তমানে ফ্রি আর প্রফেশনালের মধ্যে অনেক ব্রাউজার আছে। এদের মধ্যে বেশিরভাগ ইউজারের পছন্দIDM (Internet Download Manager)। এটি একটি প্রফেশনাল টুলস যা Windowsএর সকল ভার্সন সাপোর্ট করে। তাছাড়া এর অসংখ্যফিচাররয়েছে যা অন্য ব্রাউজারের নেই বললেই চলে। কোন ডাউনলোড লিংকের উপর ক্লিক করা মাত্রই ডাউনলোড ডায়লগ বক্স আপনার সামনে হাজির হয়।
ভিডিও ডাউনলোডঃএটির মাধ্যমে যেকোন ভিডিও ডাউনলোড করা যাবে। যেকোনা ভিডিও ডাউনলোড করার জন্য পিসিতেAdobe FlashInstalled
থাকতে হবে।Adobe Flashইন্সটল করার পর যেকোন ভিডিও’রউপর ক্লিক করলে এটি চলতে থাকবে। ভিডিও টির ডানপাশে উপরে কিংবা বামপাশেনিচে দেখবেন আইডিএম হাজির। আইডিএম এর উপর ক্লিক করলেই কোথায় সেভ করবেনজানতে চায়বে। লোকেশন দিয়ে সেভ করুন। ডাউনলোড শুরু হবে।
যদি ভিডিও চলার পরও আইডিএম না আসে তাহলে File typesএ আপনার ভিডিও’র এক্সেটনশনটা দিতে হবে। এজন্যআইডিএম দিয়ে পছন্দের ফাইল ডাউনলোডপোষ্টটি দেখে নিন অথবা IDM এর আপডেট ভার্সন ব্যবহার করতে হবে। Chromeব্যবহারকারীরা ভিডিও চলতে সমস্যা হলেChrome এর Update Version ব্যবহার করতে পারেন আর Firefox
ব্যবহারকারীরাAdobe Flash Player Problem পোষ্টটি দেখতে পারেন।
Adobe Flash ডাউনলোডের জন্য Adobe Flash নিয়ে আমার পোষ্টটি দেখুন। এর পরও না হলে Video DownloadHelper addonটি ব্যবহার করতে পারেন। এটি খুব সহজে যেকোন youtubeসহ বিভিন্ন সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে কাজ করে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।