অনেক সময় পিসি’র নানাবিধ সমস্যার কারণে পিসি অটোমেটিক বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ ডাটা যেমন মুছে যেতে পারে তেমনি সিস্টেম ফাইলও হারিয়ে যেতে পারে যার কারণে পিসি’তে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ধরুন আপনি কোন অফিস ডকুমেন্ট খুলে কাজ করতেছেন। এমন অবস্থায় পিসি আপনাকে না জানিয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেল বা রিস্টার্ট নিল। এতে আপনার কষ্টের ফলটুকু আপনি পেলেন না বরং পিসি’তে পরবর্তীতে সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা। এর থেকে বাঁচতে হলে ছোট্ট একটি কাজ করতে পারেন।
যা করবেনঃ
My Computer এর উপর রাইট ক্লিক করে Advanced এ যান। তারপর Startup and Recovery এর নিচে Settings এ ক্লিক করুন। এরপর Automatically restart থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে OK দিন। এরপর Apply, OK দিয়ে বের হয়ে আসুন। এখন থেকে আপনার পিসিতে Windows System Failure হলে রিস্টার্ট হওয়ার আগে মেসেজ দেবে। মেসেজ দেখেই আপনি আপনার তথ্য সেভে করতে পারবেন।কাজটি করতে না পারলে আমার রেজিঃ ফাইলটা ডাউনলোড করে ডাবল ক্লিক করুন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।