জাপানি টেক জায়ান্ট তোশিবা বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট কম্পিউটার এবং আল্ট্রাবুক ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। ৯ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) মেলায় এ ট্যাবলেট এবং আল্ট্রাবুক দেখাবে প্রতিষ্ঠানটি। খবর পিসি ম্যাগ-এর।
তোশিবার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেটটির স্ক্রিনের মাপ হবে ১০.১ ইঞ্চি আর আল্ট্রাবুকের ক্ষেত্রে ১৩.৩ ইঞ্চি। এ ছাড়াও এবারের মেলায় ওএলইডি ডিসপ্লের ওয়াটারপ্রুফ একটি ট্যাবলেট এবং ৫৫ ইঞ্চি মাপের কিউএফএইচডি টেলিভিশন আনবে তোশিবা। ৫৫ ইঞ্চি টেলিভিশটিতে চশমা ছাড়াই থ্রিডি ছবি উপভোগ করা যাবে।
তোশিবা তাদের তৈরি ডিভাইসগগুলোকে বিশ্বের সবচেয়ে পাতলা ডিভাইস হিসেবে দাবি করলেও সিইএস মেলার আগে সেগুলো অন্য পাতলা ডিভাইসের সঙ্গে তুলনা করার উপায় রাখেনি।
সূত্রঃ বিডি নিউজ ২৪
তোশিবা তাদের তৈরি ডিভাইসগগুলোকে বিশ্বের সবচেয়ে পাতলা ডিভাইস হিসেবে দাবি করলেও সিইএস মেলার আগে সেগুলো অন্য পাতলা ডিভাইসের সঙ্গে তুলনা করার উপায় রাখেনি।
সূত্রঃ বিডি নিউজ ২৪
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।