৯ জানুয়ারি থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স-এর মেলা ‘২০১২ কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)। এ মেলাতেই প্রথমবারের মতো দেখানো হবে ৮৪ ইঞ্চি পর্দার থ্রিডি টেলিভিশন। খবর ম্যাশএবল-এর।
৮৪ ইঞ্চি মাপের এই টিভি তৈরি করেছে কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট এলজি।
বিশাল এ টিভিকে বলা হচ্ছে থ্রিডি আল্ট্রা ডেফিনিশন (ইউডি) টিভি। এ টিভিতে ইন্টারনেট এবং ম্যাজিক রিমোট কন্ট্রোল ব্যবহারের সুযোগ থাকবে। মোট ১ হাজার ২০০ অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগও থাকবে এতে। আর থাকবে থ্রিডি কনভার্সন ইঞ্জিন যার সাহায্যে ২ডি ছবিকে বাটন টিপে মুহুর্তেই থ্রিডিতে রূপান্তর করা যাবে।
৮৪ ইঞ্চি মাপের এই টিভি তৈরি করেছে কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট এলজি।
বিশাল এ টিভিকে বলা হচ্ছে থ্রিডি আল্ট্রা ডেফিনিশন (ইউডি) টিভি। এ টিভিতে ইন্টারনেট এবং ম্যাজিক রিমোট কন্ট্রোল ব্যবহারের সুযোগ থাকবে। মোট ১ হাজার ২০০ অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগও থাকবে এতে। আর থাকবে থ্রিডি কনভার্সন ইঞ্জিন যার সাহায্যে ২ডি ছবিকে বাটন টিপে মুহুর্তেই থ্রিডিতে রূপান্তর করা যাবে।
এলজির পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাজিক রিমোট কন্ট্রোল ব্যবস্থা মানে এ টিভি কণ্ঠস্বর শনাক্ত করতে বা অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে, হুইল স্ক্রল করতে পারবে এবং পয়েন্টেও ঠিক করতে পারবে। তবে, এ পয়েন্ট ফিচারটি নিয়ে বিস্তারিত কিছু বলেনি টিভি নির্মাতা প্রতিষ্ঠান।
এর আগে ৮০ ইঞ্চি মাপের এলসিডি টিভি তৈরির কথা জানিয়েছিলো জাপানি ইলেকট্রনিক জায়ান্ট শার্প। এলইডি ব্যাকলিট পর্দাযুক্ত শার্পের টিভিতে অবশ্য থ্রিডি প্রযুক্তির কথা উল্লেখ ছিলো না।
এর আগে ৮০ ইঞ্চি মাপের এলসিডি টিভি তৈরির কথা জানিয়েছিলো জাপানি ইলেকট্রনিক জায়ান্ট শার্প। এলইডি ব্যাকলিট পর্দাযুক্ত শার্পের টিভিতে অবশ্য থ্রিডি প্রযুক্তির কথা উল্লেখ ছিলো না।
সূত্রঃ বিডি নিউজ ২৪
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।