চাঁদের খনিজ পদার্থ আহরণ করার জন্য এখন সেখানে কীভাবে একটি স্টেশন তৈরি করা যায় সেটা নিয়ে ভাবছেন গবেষকরা৷ আর সেই স্টেশন তৈরির জন্য চাই উপযুক্ত রোবট, যারা চাঁদের চরম তাপমাত্রার মধ্যে কাজ করতে পারবে৷
পৃথিবীর একমাত্র উপগ্রহটি কেবল রূপকথার চাঁদ মামা হিসেবেই থাকতে রাজি নয়৷ বিজ্ঞানীদের ধারণা, এই উপগ্রহে রয়েছে অনেক ধরণের দুষ্প্রাপ্য খনিজ পদার্থ৷ চাঁদে রয়েছে লোহা, স্বর্ণ, টাইটান, প্লাটিনাম ও ইরিডিয়ামের খনি৷ আরও রয়েছে হিলিয়াম থ্রি গ্যাস যা পাওয়া যায় কেবল সূর্যের আলোতে৷ এটি হচ্ছে আলোর একটি কণা যা বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে৷ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৌর বায়ুর কারণে এই হিলিয়াম থ্রি পৃথিবীর বুকে জমা হতে পারে না৷ কিন্তু চাঁদে তো কোন বাতাস নেই, তাই এই হিলিয়াম থ্রি বাধা পায় না৷ বিজ্ঞানীদের ধারণা, বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই হিলিয়াম থ্রি চাঁদের বুকে জমা হয়েছে যার নাম তারা দিয়েছেন রিগোলিথ৷ বিজ্ঞানীদের আরও ধারণা, এই হিলিয়াম থ্রি পৃথিবীর কয়েকশ বছরের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে৷
চাঁদের বুকে মানুষ |
তবে চাঁদের পরিবেশে জ্বালানি সরবরাহের বিষয়টি একটি বড় বাধা, জানালেন গবেষক রাল্ফ ইয়াউমান৷ তার বক্তব্য, ‘‘চাঁদে জ্বালানির প্রশ্নটি অত্যন্ত মৌলিক বিষয় যা আমরা পৃথিবী থেকেই দেখতে পাই৷ সেখানে ১৪ দিন সূর্যের আলো থাকে, ১৪ দিন থাকে পুরো অন্ধকার৷ সেখানে যাই করা হোক না কেন টানা ১৪ দিন সূর্যের আলো ছাড়াই কাজ চালাতে হবে৷ চাঁদে তাপমাত্রা অত্যন্ত চরম৷ কোন পাহাড়ের পাশে ছায়ার মধ্যে গেলেই তাপমাত্রা ১০০ ডিগ্রি থেকে নেমে গিয়ে মাইনাস ১০০ ডিগ্রিতে গিয়ে দাঁড়ায়৷ সুতরাং রোবটকে সেটি সহ্য করতে হবে৷''
চাঁদের এই চরম তাপমাত্রাতে কোন মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয়৷ তাই রোবটই ভরসা৷ কিন্তু সেই রোবটকেও হতে হবে অন্যান্য রোবটের চেয়ে পুরো আলাদা, যার থাকবে নিজস্ব বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা৷ তেমন রোবট তৈরির কাজ করছেন জার্মান রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র৷ এখানকার বিজ্ঞানী ফ্র্যাংক কির্শনার ও তাঁর সহযোগীরা ছয় পা ওয়ালা একটি রোবটের মডেল তৈরি করেছেন৷ চাঁদের তাপমাত্রা আর রুক্ষ পৃষ্ঠভাগে দ্রুত চলাচল করতে পারবে এমন রোবট তারা তৈরি করতে চান৷ বিজ্ঞানী কির্শনার বললেন, ‘‘ আমাদের লক্ষ্য হচ্ছে ভিন্ন গ্রহে দ্রুত চলাচল করতে পারে এমন বস্তু তৈরি করা, যা একটা বড় চ্যালেঞ্জ৷ কারণ কোন রোবট চাঁদ কিংবা মঙ্গলে গেলে তার প্রতিটি গতিবিধি নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না৷ তাই এটির নিজস্ব বুদ্ধিমত্তা ও স্বাধীনতা থাকতে হবে৷''
তবে বিজ্ঞানী কির্শনার চাঁদে খনিজ পদার্থ থাকার কল্পকাহিনীর পেছনে ছুটছেন না৷ তিনি এই ধরণের কাজ করতে পছন্দ করেন বলেই এই রোবট তৈরির চেষ্টা করছেন৷ তিনি বলেন, ‘‘চাঁদের বুকে খনন চালানোটা কতটুকু কাজে দেবে তা নিয়ে সন্দেহ আছে৷ কারণ চাঁদের ব্যাপারে আমরা মানব জাতি এখনও নিশ্চিত নই৷ তবে অন্যান্য গ্রহে অনেক দুষ্প্রাপ্য বস্তু রয়েছে৷ বিশেষ করে পৃথিবীর আশেপাশে ছুটে চলা উল্কাগুলোতে৷ কারিগরি দিক থেকে বলতে গেলে, সেইসব উল্কার বুকে পৌঁছতে আমাদের খুব বেশি দেরি নেই৷''
বিজ্ঞানীদের মতো সাধারণ মানুষেরও আশা, হয়তো চাঁদ ও অন্যান্য গ্রহ থেকেই একদিন আমরা জ্বালানির উৎস খুঁজে পাবো৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই
সূত্রঃ জার্মান বাংলা বেতার
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।