সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Internet Explorer

Internet Explorer



ইন্টারনেট চালাতে কিন্তু Internet Explorer চিনে না সম্ভবত এরকম ইউজার খুঁজে পাওয়া যাবে না। কারণ সবার ইন্টারনেট হাতেকড়ি শুরু হয় এ সফটওয়ারটি দিয়েই। তাই এর জনপ্রিয়তা দুনিয়া জুড়ে যার কারণে এটি এখনও বিশ্বের এক নাম্বার ব্রাউজার সফটওয়ার। এটি উইন্ডোজের ডিফল্ট বিল্ট-ইন ব্রাউজার সফটওয়ার।

এক্সপিতে এর পুরাতন ভার্সন ৬.০ ই আছে। বর্তমানে ওয়েব কন্টেন্ট অনেক উন্নত এবং সমৃদ্ধ। এখানে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা দিন দিন কমে যাচ্ছে। পুরাতন ভার্সন Internet Explorer 6.0 তাই পুরোপুরি নিরাপত্তা দিতে সক্ষম নয়। ফলে এর জনপ্রিয়তা কমতে থাকে। মাইক্রোসফট এটি বুঝতে পেরে বিশাল সুবিধা আর নিরাপত্তা নিয়ে বের করে এর ভার্সন ৮। এটি এক্সপির সকল ভার্সনেই চলে। এরপরে আরো ভার্সন বের হলেও ওগুলো এক্সপিতে সাপোর্ট করে না। তবে ভার্সন ৮ এক্সপিতে দারুন কাজ করে। যারা ব্যবহার করেন তারা নিশ্চয় এটা জানেন। এরপর থেকে এর জনপ্রিয়তা আবার বাড়তে থাকে এবং হারিয়ে যেতে বসা গৌরব ধরে রাখতে সক্ষম হয়। এটি XP-SP2 তে সরাসরি ইন্সটল হয় না। XP-SP2 ইন্সটল করার জন্য একটি ছোট্ট হটফিক্স লাগে যারা সাইজ 1MB এর নিচে। প্রথমে হটফিক্সটি ইন্সটল করে তারপর Internet Explorer 6.0 ইন্সটল করতে হবে। আর XP-SP3 এর কোন কিছু দরকার নেই। সরাসরি ইন্সটল হয়ে যায়। Hot fix টা আমি সাইলেন্ট ইন্সটল হিসেবে তৈরি করে দিয়েছি। ডাবল ক্লিকেই ইন্সটল হয়ে যাবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।