সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Revo Uninstaller

Revo Uninstaller



পিসিতে সফটওয়ার ইন্সটল করা আবার সেটা আনইন্সটল করা ইউজারদের একটি নিয়মিত কাজ। কিন্তু এভাবে নিয়মিত ইন্সটল/আনইন্সটল এর কাজটি পিসি স্লো করে দেয়। কারণ এতে রেজিস্ট্রিতে এবং অন্যান্য ডিরেক্টটরিতে অপ্রয়োজনীয় তথ্য জমা হয়। ফলে পিসি স্লো হয়ে পড়ে। তাই সফটওয়ার এভাবে আনইন্সটল করতে হবে যাতে এসব অপ্রয়োজনীয় জিনীসও সাথে সাথে ডিলিট হয়ে যায়। এ কাজটি করার জন্য Revo Uninstaller অতুলনীয়। এ সফটওয়ার ব্যবহার করার পরামর্শ স্বয়ং মাইক্রোসফটের সাইটেই আছে। এটি দিয়ে কি কি করা যায় একটু দেখি।


সুবিধাঃ
১। এটির Free আর Pro দুটি ভার্সনই আছে। Free তে প্রায় সব কাজই করা যায়। তাই ফ্রি ভার্সন ব্যবহার করা যায় অনায়াসে।

২। Junk File, Browser History, Windows Recent History, MS Office Temp, Temporary ফাইল মুছা যায়।

৩। Startup এর সময় Auto run বন্ধ করার জন্য এটি দারুন কাজের।

৪। Recycle Bin থেকে ডিলিট করার পরও আবার ফিরিয়ে আনা যায়। কিন্তু এটি দিয়ে এভাবে ফাইল মুছা যায় যা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

৫।.সবচেয়ে বড় যে কাজটি করা যায় তাহলো সফটওয়ার Uninstall করা। আনইন্সটল করার সময় রেজিঃ ফাইল আর অন্যান্য ডিরেক্টরি ডিলিট করার অপশনটা দারুন। নিচের চিত্রটি দেখুন।

আরো অনেক সুবিধা আছে একবার ব্যবহার করে দেখুন। এর পোর্টেবল ভার্সনও আছে। তাই ইচ্ছে করলে USB থেকেও ব্যবহার করা যাবে।

Download: Homepage, Softpedia, CNETPortable

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।