iWisoft Free Video Converter |
বর্তমান অডিও ভিডিও ফরমেটের অভাব নেই। মোবাইলের জন্য, কম্পিউটারের জন্য, অনলাইনের জন্য একেক জায়গায় একেক ফরমেটে ব্যবহৃত হয়। তাই আমাদেরও এসব ফরেমেটের সাথে কাজ করতে হয়। অনেক সময় প্রয়োজন পড়ে এক ফরমেটে থেকে অন্য ফরমেটে রূপান্তর করার। এ জন্য কত কনভার্টার বের হয়েছে তার কোন হিসাব নেই। এত কনভার্টারের মধ্যে আমার কাছে যে কনভার্টারটা সবচেয়ে কাজের মনে হয়েছে তা হল একটি ফ্রী সফটওয়ার যার নাম iWisoft Free Video Converter।
এটি দিয়ে কি করা যায়ঃ
এটি দিয়ে ভিডিও, অডিও যত ধরনের ফরমেট আছে সব কনভার্ট করতে পারেন। এটিতে ভিডিও Crop করা, ভিডিওতে Tex যুক্ত করা, ছবি যুক্ত করা, ইফেক্ট দেয়া, ভিডিও/অডিও থেকে নির্দিষ্ট অংশ কেটে নেয়া, অনেকগুলো ভিডিও/অডিও ফাইলকে একটা ফাইলে পরিণত করা, ভিডিও/অডিও ফাইলে Codec, bit rate, Sample rate, Ratio, Chanel ইত্যাদি নির্দিষ্ট করে দেয়া এবং কোন ফাইলেক ইচ্ছেমত যেকোন ফরমেটে নিয়ে যাওয়া ইত্যাদি কাজ করতে চায়লে এ কনভার্টারটি হতে পারে আপনার জন্য All in One। Ipod, Iphone, Apple TV Windows Mobile ইত্যাদি ডিভাইসগুলোর জন্যও ফরমেট দেয়া আছে। কোন ভিডিও থেকে পছন্দের Snapshot (Picture) ও নিতে পারেন। আপনার চাওয়ার আরো অনেক কিছু হয়তো পাবেন খুঁজলে। তাহলে আর কি দরকার?
কিভাবে কি করবেন?
১। গান এড করবেন। ড্রাগ করেও কাজটি করা যায়।
২। সিলেক্ট করে কোন গান লিস্ট থেকে বাদ দেয়ার জন্য।
৩। লিস্টের সকল গান বাদ দেয়ার জন্য।
৪। সিলেক্ট করা গানকে এডিট করার জন্য।
৫। সিলেক্ট করা কোন গানকে লিস্টের একেবারে উপরে নিয়ে যাওয়ার জন্য।
৬। সিলেক্ট করা কোন গানকে লিস্টের একধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য।
৭। সিলেক্ট করা কোন গানকে লিস্টের একধাপ নিচে নিয়ে যাওয়ার জন্য।
৮। সিলেক্ট করা কোন গানকে লিস্টের একেবারে নিচে নিয়ে যাওয়ার জন্য।
৯। ফরমেট বাছাই করার জন্য।
১০। কনভার্ট করা গান কোথায় সেভ করেবন তা দেখিয়ে দেয়ার জন্য।
১১। কনভার্ট করা গানকে দেখার/পাওয়ার জন্য।
১২। পছন্দের ফরমেটকে এডিট করে সেটিংস করার জন্য।
১৩। সিলেক্ট করা গান প্লে করার জন্য।
১৪। সবগুলো গানকে একটি গানে পরিণত করার জন্য। এর মাধ্যমে লিস্টে থাকা সব গানকে একটি গানে পরিণত করা যাবে।
১৫। কনভার্ট শুরু করার জন্য।
১৬। প্লে করার সময় কোন গান থেকে পছন্দমত ছবি তোলার (Snapshot নেয়া) জন্য।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।