সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: 7zip- জিপ/আনজিপ করুন

7zip- জিপ/আনজিপ করুন



বর্তমানে যেকোন ফাইল আর্কাইভ বা জিপ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। জিপ করার ফলে ফাইলটির সাইজ ছোট হয়ে যায় ফলে হার্ডডিস্ক বা অন্যান্য মেমরিতে বেশি ফাইল রাখা যায়। তাছাড়া ভাইরাসে আক্রান্ত করে এমন ফাইলকে জিপ করে রাখলে ভাইরাসের আক্রমণের সম্ভাবনা কমে যায়। একাজগুলো করার জন্য আপনার দরকার হবে একটি zipper সফটওয়ার যা কোন ফাইলকে জিপ/আনজিপ করে। 7zip হল তেমন একটি সফটওয়ার যা আপনাকে অনেক সুবিধা দিতে সক্ষম। নিচে এর কিছু সুবিধা তুলে ধরা হলঃ

7zip দিয়ে জিপ ফাইল Extract করা হচ্ছে।
7zip দিয়ে জিপ ফাইল Extract করা হচ্ছে।


সুবিধাঃ
 ১। এটি Open Source। তাই বিনামূল্যে আজীবন ব্যবহার করতে পারেন।
২। এটি যেকোন অপারেটিংস সিস্টেমেই চলে। উইন্ডোজ ৬৪ বিট ৩২বিট, লিনাক্স।
৩। সাইজ মাত্র কয়েক MB। তাই ডউনলোড বা সেটাপে বেশি জায়গা দরকার হয়না।
৪। মাত্র কয়েক ক্লিকেই ইন্সটল হয়ে যায়। তাই নতুন ইউজাররাও নির্ভয়ে সেটাপ করতে পারে।
৫। এটি অন্যান্য জিপ সফটওয়ারের তুলনায় বেশি পরিমাণে ফাইলকে কম্প্রেস করতে পারে।
৬। অনেক ধরনের জিপ ফাইলকে আনজিপ করতে পারে যা অন্যান্য সফটওয়ারের তুলনায় বেশি।
৭। ইন্সটলের পর বেশিরভাগ সফটওযাররের মত রাইট ক্লিক মেন্যুতে যুক্ত হয়।
৮। এর ডিফল্ট জিপ এক্সটেনশন হল 7z। বাকি এক্সটেনশনগুলোর মধ্যে zip, tar, gzip, bzip2, wim, xz। আর ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR and Z, zip, tar, gzip, bzip2, wim, xz ফাইলকে আনজিপ করতে পারে।


ডাউনলোডঃ Homepage, Softpedia, CNET, Poratbleapps.

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।