ডস খুব পরিচিত এক নাম। আমরা নানা প্রয়োজনে ডসের ব্যবহার করে থাকি। ডসের মাধ্যমে এমন সব কাজ করা যায় যা সাধারণত উইন্ডোজে করতে অনেক ঝামেলা বা প্রায় অসম্ভব। তাই ডস সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরী। এর আগে আমি ডস সম্পর্কে MSDOS- জেনে নিই ডস কমান্ড বিস্তারিত শিরোনামে একটি পোষ্ট লেখেছিলাম। ওটা পড়ে নিতে পারেন। আজকে আমরা লেখবো Dos Prompt এর আউটলোকিং, ফন্ট ইত্যাদি কিভাবে নিজের মত করে নেব।
ডসের ডিফল্ট সেটিংসটাই আসলে সবচেয়ে উপযুক্ত। কিন্তু তারপরও মাঝেমধ্যে প্রয়োজন পড়ে কিছু কিছু জিনীস পরিবর্তন করার। নিচে স্ক্রীনশট এর মাধ্যমে একবার দেখে নিই।কোন একটা না বুঝলে ডিফল্ট সেটিংসটাই রেখে দিন।
সেটিংস পরিবর্তনঃ
সেটিংস পরিবর্তন করার জন্য দুই জায়গা থেকে করতে পারেন।
১। ১মে Run (Windows key+R) এ গিয়ে cmd লিখে এন্টার চাপুন। তাহলে আপনার সামনে Dos Prompt চলে আসবে। এবার ডস উইন্ডোটির উপরে টাইটেল বারে রাইট ক্লিক করে Properties এ যান।
২। অথবা All Programs>Accessories থেকে Command Prompt এ রাইট ক্লিক করে Properties এ যান। সেখানে যে অপশনগুলো আছে তা পরিবর্তন করার দরকার হলে করুন।
নিচের মত বক্স আসবে।
Options- এখানে নিচের অপশনগুলো আছে।
Cursor Size-কার্সর বলতে যেটা লেখার সময় টিপ টিপ করে।
Command History-আপনি কয়টা কমান্ড হিস্টরিতে সেভ রাখতে চান তার সংখ্যা।
Display Options-ডসের যে উইন্ডোটা আছে তার সাইজ। Full Screen দিলে পুরো পর্দায় ডসের উইন্ডোটি ছাড়া আর কিছু দেখবে না। তাই ওটি দেবেন না। কখনো যদি দেন তাহলে Windows Key চেপে আবার ডসের Properties এ গিয়ে সেটিংস পরিবর্তন করে নিন। অথবা exit কমান্ডের মাধ্যমে ডস ক্লোজ করে দিন। তারপর ২নং নিয়মে ডস Properties এ যান এবং সেটিংস পরিবর্তন করে নিন।
Font- এখানে বদলাতে পারেন। দুটি ফন্ট আছে এবং এগুলোর সাইজ দেয়া আছে। Bold, Normal করতে পারেন। পরিবর্তন করলে নিচে এর প্রিভিউ দেখতে পাবেন।
Layout- এটি হল Command Prompt এর উইন্ডো সাইজ। সাধারণত ডেস্কটপে যে সাইজটা দেখায় আমাদের জন্য এতটুকু যতেষ্ট। তারপর বড়-ছোট করতে চায়লে এখানে সাইজ দেয়া যাবে।
Color- এখানে Command Prompt এর টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার সুযোগ আছে। মাঝখানে কালার টেবিল আছে। সেখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। ডানপাশে কালার কোড আছে। আপনি কালার পছন্দ করার সাথে সাথে কোডগুলো পরিবর্তন হবে। আপনি নিজেও কোড পরিবর্তন করতে পারবেন। যা করবেন নিচে প্রিভিউ দেখতে পাবেন।
OK- আপনার পরিবর্তনের পরে সেটিংসগুলো যদি ভাল লাগে তাহলে OK দিন অন্যথায় Cancel দিন। OK দেয়ার পরে নিচের মত মেসেজ আসবে।
মেসেজটির মানে হল আপনি সেটিংসটি কতক্ষণের জন্য চান। উপরেরটাতে টিক দিলে সেটিংস ডস ক্লোজ করা পর্যন্ত থাকবে। অর্থাৎ বর্তমান Command Prompt যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ থাকবে। ক্লোজ করার পর চলে যাবে এবং পরবর্তীতে খোলার সময় ডিফল্ট সেটিংস দিয়ে খুলবে।
আর নিচেরটাতে টিক দিলে সেটিংসটি থেকে যাবে। যত্ক্ষণ সেটিংসটি পরিবর্তন করছেন না ততক্ষণ সেটিংসটি থেকে যাবে। তাই আপনি উপরেরটাতে দিয়ে দেখুন। তাহলে ভুল ত্রুটি হয়ে থাকলেও পরবর্তীতে আবার পরিবর্তন করতে পারেন। সবশেসে OK দিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।