সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ব্লগষ্পটে স্টীকি পোষ্ট করুন-নতুন ব্লগারদের জন্য

ব্লগষ্পটে স্টীকি পোষ্ট করুন-নতুন ব্লগারদের জন্য

কিছু কিছু ব্লগ বা ফোরামে দেখা যায় বিশেষ একটা ঘোষনা বা নোটিশ ধরনের পোষ্ট করা হয়েছে এবং সেটা অনেক দিন ধরে সবার উপরে অবস্থান করছে। কিন্তু নিয়ম হল নতুন পোষ্ট গুলোই উপরে থাকবে। এটাকে বলে Sticky Post। পোস্ট Sticky করে রাখলে তা সবার উপরে থাকে। কাজের উপর ভিত্তি করে অনেক সময় আমাদেরও এ রকম অপশনটা প্রয়োজন হতে পারে। অনেকেই বলে ব্লগস্টপে Sticky পোষ্ট করা যায় না। আজ দেখবো সেটা কিভাবে করা যায়। 


কিভাবে করবেনঃ
কাজটি খুবই সহজ। প্রথমে যে Post টাকে Sticky করবেন তা খুলোন। নতুন পোষ্টকে করতে চায়লেও পারেন আবার পুরাতন পোষ্টকে করতে চায়লেও পারেন। পুরাতন পোষ্টকে করতে চায়লে এডিট এ গিয়ে পোষ্টটি খুলতে পারেন। পোষ্টটি খোলার পর নিচের বাম পাশে Post Option এ ক্লিক করুন।

তাহলে অনেকগুলো অপশন বের হবে। ওখানে ডানপাশে দেখুন Scheduled at নামে একটি অপশন আছে। ওটাতে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।

ওখানে তারিখের ঘরে তারিখটি বসিয়ে দিন। ধরুন আপনি ৯ মার্চ ২০১২ পর্যন্ত পোষ্টটি Sticky করে রাখবেন। তাহলে আপনাকে লিখতে হবে 3/9/12। অর্থাৎ প্রথমে মাস, তারপর তারিখ এবং তারপর বছর বা সাল। সবশেষে publish post এ ক্লিক করুন। এবার দেখুন আপনার পোষ্টটি আপনার দেয়া তারিখ পর্যন্ত সবার উপরে থাকবে।

মুছবেন কিভাবেঃ
যদি কখনো Sticky Post সরাতে চান তাহলে ঐ একই জায়গায় গিয়ে তারিখটা বর্তমান তারিখ থেকে কয়েক দিন পিছিয়ে দিন।

Sticky Post এর মানে হল আপনি যে তারিখটা দেবেন ব্লগষ্পট ঐ তারিখটাকেই পাবলিশ করার আসলে সময় হিসেব ধরে নেবে। আর সেই তারিখের পোষ্ট হিসেবেই ব্লগষ্পট পোষ্টটিকে পাবলিশ করবে।

২টি মন্তব্য:

  1. কামরুল ভাই, টিপস টা খুব ভাল লাগল। এতো সহজ ব্যাপার অথচ জানা ছিল না। ধন্যবাদ

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।