৯০ লাখ ইউনিটেরও বেশি তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি এস স্মার্টফোন তৈরির জন্য অগ্রিম চাহিদাপত্র পেয়েছে স্যামসাং ইলেকট্রনিক কোম্পানি। কোরিয়া ইকোনমিক ডেইলি জানায়, সারা বিশ্বের ১০০টিরও বেশি মোবাইল সেবাদানকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের জন্য স্যামসাংকে তাদের চাহিদার কথা জানিয়েছে।
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে চলতি বছরের প্রথম তিন মাস হিসেবে স্মার্টফোন বাজারে অ্যাপল ও নকিয়াকে ছাড়িয়ে গেছে স্যামসাং। আর স্যামসাংকে স্মার্টফোন বাজারে শীর্ষে এনেছে গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি স্মার্টফোন। গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংস্করণ ২৯ মে থেকে জার্মানিতে বিক্রি শুরু হবে। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কারখানায় প্রতি মাসে ৫০ লাখ ইউনিট গ্যালাক্সি পণ্য তৈরি করছে স্যামসাং।
সূত্রঃ প্রথম আলো, ১৮ মে ২০১২ খ্রিঃ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।