টাক মাথা নিয়ে চিন্তিত মানুষের অভাব নেই। অনেকে টাক মাথার তাক লাগানো সমাধান খু্জতে বহু টাকা খরচ করে আঠা দিয়ে চুল লাগান। আধুনিক বিজ্ঞান যখন সবকিছুই দিচ্ছে তখন এটাই বা বাদ থাকবে কেন? ইয়েলের গবেষকরা এমন পদ্ধতি বের করেছেন যেখানে বিদ্যুৎ তরঙ্গ ব্যবহার করে চুল গজানো যাবে। টাক মাথায় চুল গজানোর বিশেষ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
নতুন এ পদ্ধতিতে বৈদ্যুতিক তরঙ্গ মৃত চুলের গোড়ায় সংকেত পাঠিয়ে চুলকে আবারও গজাতে সাহায্য করবে। আরও জানা গেছে, টাক মাথায় চুল গজানোর নতুন এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা। গবেষক হোর্সলে এ প্রসঙ্গে জানিয়েছেন, 'বাস্তবে চুল গজানোর জন্য মাথার চামড়ায় এক ধরনের সঙ্কেত কাজ করে। এ সঙ্কেতটিই উদ্ভাবন করা সম্ভব হয়েছে।' গবেষণার ফল প্রকাশিত হয়েছে 'সেল' সাময়িকীতে। সেখানকার গবেষকরা জানিয়েছেন, 'চুল যখন মরে যায়, তখন মাথার ত্বকে চর্বির একটি স্তর সংকুচিত হয়, আবার যখন চুল গজায় তখন এ স্তর প্রসারিত হয়। এ পদ্ধতিটির নাম হলো 'এডিপোজেনেসিস'। বিশেষ এক ধরনের সেল বা কোষ এ কাজের সঙ্গে সম্পর্কিত। এ কোষে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত করে চর্বির স্তর বাড়িয়ে দেওয়ার কাজটি সফল হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১৯ মে ২০১২ খ্রিঃ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।