ইরম শর্মিলা চানু ১২ বছর ধরে অনশন করে চলেছেন। ২০০০ সাল থেকে অনশনে বসা এ মহিলা কোনোকিছুই পান করতে চাচ্ছেন না বা খেতে চাচ্ছেন না। চানুকে অনেকেই 'মনিপুরের লৌহ মানবী' বলে সম্বোধন করে থাকেন। একটি বাসস্টপের কাছে সেনাবাহিনী সদস্যরা ১০ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে তিনি এ আমরণ অনশনে বসেন। মনিপুরের লৌহমানবী চিনু বলেন, আমি কোনো ব্যক্তিস্বার্থে অনশন করছি না। আমি সবার কল্যাণের জন্য, সবার হয়ে প্রতীকী অর্থে সত্য, ন্যায়, ভালোবাসা এবং শান্তি কামনায় অনশন করছি।
চিনুকে কোনোভাবেই অনশন ভাঙতে রাজি না করাতে পেরে ডাক্তাররা প্রায়ই চিনুর জীবন বাঁচাতে জোরপূর্বক প্লাস্টিকের নল ব্যবহার করে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করেন। এ লৌহ মানবীর দৃঢ়তা দেখে বিশ্ববাসী হতবাক। টানা ১২ বছর তার অনশন চলছে। ভারতের মনিপুর অঞ্চলের এ মানবীর অনশনের পেছনে মূল কারণ হলো_ আর্মড ফোর্সেস অ্যাক্ট ১৯৫৮ (এএফএসপিএ) তুলে নিতে সরকারকে চাপ দেওয়া। লৌহমানবীর এক যুগ ধরে অনশন দেখে অনেকেই বলেছেন, সত্য ও শান্তি প্রতিষ্ঠায় তার এক যুগ ধরে চলা অনশন এক অনন্য দৃষ্টান্ত।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ৩০ মে ২০১২ খ্রিঃ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।