সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দুর্গম দ্বীপ বোভেট

দুর্গম দ্বীপ বোভেট



মেরু অঞ্চলের বোভেট দ্বীপকে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও প্রত্যন্ত দ্বীপ মনে করা হয়। এই দ্বীপের আয়তন প্রায় ৭৫ বর্গমাইল। দ্বীপটির প্রায় পুরোটাই বরফে ঢাকা। এই দ্বীপে কোনো মানুষ দূরে থাক অন্য কোনো প্রাণীর দেখা পাওয়াও কঠিন। কখনো কোনো মানুষ সেখানে বসতি গড়েনি।

ধারণা করা হয়, খুব অল্প পরিমাণে মস, সামুদ্রিক পাখি, পেঙ্গুইন, সিল ইত্যাদি অতিকষ্টে সেখানে টিকে আছে। দ্বীপটিতে স্থলপথে যাওয়া খুবই কঠিন। স্থলপথে কেউ সেখানে কখনো অভিযান চালিয়েছে বলে শোনা যায়নি। যা কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে তার প্রায় সবই স্যাটেলাইটের মাধ্যমে নতুবা বিমান থেকে। সে জন্য দ্বীপটিকে ঘিরে তৈরি হয়েছে অনেক রহস্য ও কল্পকাহিনী। যেমন দ্বীপটির পাশেই এক সময় দ্বিতীয় আরো একটি দ্বীপ দেখা গিয়েছিল বলে জানা যায়। কিন্তু পরে এর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ষাটের দশকে দ্বীপটিতে একটি পরিত্যক্ত লাইফবোট পাওয়া যায়, কিন্তু শত অনুসন্ধান করেও সেখানে কোনো আরোহী বা মানুষের সন্ধান মেলেনি। আর সে দ্বীপের আবহাওয়া কখনই তেমন ভালো থাকে না।

*
হাসান ভূঁইয়া

সূত্রঃ   বাংলাদেশ প্রতিদিন, ১৪ মে ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।