সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: সৌরচালিত সবচেয়ে বড় জাহাজের বিশ্ব ভ্রমণ

সৌরচালিত সবচেয়ে বড় জাহাজের বিশ্ব ভ্রমণ



সৌরশক্তিচালিত প্রথম ও সবচেয়ে বড় জাহাজের বিশ্ব ভ্রমণ সম্পন্ন হয়েছে। সম্প্রতি ফ্রান্সের উপকূলীয় শহর মোনাকোর হারকিউল হারবার সমুদ্রবন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে এমএস টুরানর প্লানেট সোলার নামের এ জাহাজটির ভ্রমণ সম্পন্ন হয়। টুরানর প্লানেট সোলার ২০১০ সালের সেপ্টেম্বরে এখান থেকেই যাত্রা শুরু করে।


পৃথিবীর সবচেয়ে বড় সৌরশক্তিচালিত এই জাহাজ তৈরি করা হয়েছে জার্মানির কিয়েল শহরে। টুরানর প্লানেট সোলারের ডিজাইন করেছেন কিনেরিম ইয়াচবু এবং নির্মাতা প্রতিষ্ঠান লোমোসান ডিজাইন। এটি নির্মাণে ব্যয় করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ইউরো। প্লানেট সোলার নামের সঙ্গে 'টুরানর' শব্দটি যোগ করা হয়েছে বিখ্যাত ঔপন্যাসিক জেআরআর টকেইনের দ্য লর্ড অব দ্য রিং থেকে। 'টুরানর' অর্থ সূর্যের শক্তি। সৌরশক্তিচালিত প্লানেট সোলারের আয়তন ৫৩৭ স্কয়ার মিটার। যার মধ্যে প্রস্থ প্রায় ৩৫ মিটার ও দৈর্ঘ্য ১৫ মিটার। ৬০ টন ওজনের জাহাজটির ভেতরে বসানো হয়েছে ১৩ টন ওজনের অতিকায় একটা লিথিয়াম ব্যাটারি। সূর্যের আলো দেখা না গেলেও পুরো তিন দিন জাহাজের শক্তির সব প্রয়োজন মেটাতে পারবে এই ব্যাটারি।

টুরানর প্লানেট সোলারের বাইরের অংশে বসানো হয়েছে ৩৮০০ আলোক-বিদ্যুৎ কোষ, যার আয়তন ৫০০ স্কয়ার মিটার। দুটি মাঝারি আকৃতির বৈদ্যুতিক ইঞ্জিনের সমান শক্তিশালী। এই সোলার প্যানেলের সাহায্যে জাহাজটি ঘণ্টায় ১৫ নট বা ২৪ কিলোমিটার বেগে চলতে সক্ষম। দেড় বছরের যাত্রাকালে টুরানর কানকুনে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেয়। এ ছাড়া মিয়ামি ও প্রশান্ত মহাসাগরের গালাপাগোস দ্বীপ ভ্রমণ করে।

সূত্রঃ   বাংলাদেশপ্রতিদিন, ১১ মে ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।