সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: DVD Styler-একটি ডিভিডি তৈরি করি

DVD Styler-একটি ডিভিডি তৈরি করি



অনেকে চায় নিজের ভিডিও দিয়ে একটি ডিভিডি বানাতে যেটা কম্পিউটার সহ যেকোন ডিভিডি প্লায়ারে চলবে। তবে কিভাবে তৈরি করবে সেটা জানা না থাকায় পারা যায় না। DVD Styler তেমন একটি সফটওয়ার যেটি দিয়ে নিজের মত একটি ডিভিডি তৈরি করা যায়। আজকে সফটওয়ারটি নিয়ে আমরা আলোচনা করবো।


ফিচারঃ
  • create and burn DVD video with interactive menus
  • design your own DVD menu or select one from the list of ready to use menu templates v1.8.0
  • create photo slideshow
  • add multiple subtitle and audio tracks
  • support of AVI, MOV, MP4, MPEG, OGG, WMV and other file formats
  • support of MPEG-2, MPEG-4, DivX, Xvid, MP2, MP3, AC-3 and other audio and video formats
  • support of multi-core processor
  • use MPEG and VOB files without reencoding, see FAQ
  • put files with different audio/video format on one DVD (support of titleset)
  • user-friendly interface with support of drag & drop
  • flexible menu creation on the basis of scalable vector graphic
  • import of image file for background
  • place buttons, text, images and other graphic objects anywhere on the menu screen
  • change the font/color and other parameters of buttons and graphic objects
  • scale any button or graphic object
  • copy any menu object or whole menu
  • customize navigation using DVD scripting

কিভাবে কাজ করেঃ
আপনি যে গানগুলো ডিভিডিতে পরিণত করবেন সে গানগুলো প্রথমে .vob ফরমেটে কনভার্ট করে নিন। কনভার্ট না করলেও DVD Styler সফটওয়ারটি ডিভিডি তৈরি করার সময় আপনার গানগুলোকে .vob ফরমেটে কনভার্ট করে নেবে। তবে এতে সময় বেশি লাগে। তাই আপনি যদি আগে থেকে কনভার্ট করে নেন সেটাই আপনার জন্য ভাল হবে।

১। New Project:
DVD Styler রান করুন। Welcome জানিয়ে New Project ডায়লগ বক্স আসবে। যদি না আসে তাহলে বামপাশে উপরে Create a new project অপশনএ ক্লিক করুন। নিচের মত আসবে। ওখানে বেশ কিছু অপশন আছে।

disk label এ একটা নাম দিন। ডিভিডি পিসিতে সিডি ড্রাইভে প্রবেশ করার পর আপনার দেয়া নামটি দেখা যাবে। তবে এটি ডিভিডি প্লায়ারে দেখা যায় না। Disk capacity তে  4.7 GB দিন। ডিভিডি দুই ধরনের সাইজ আছে। একটি হল Single Layer (4.7 GB), অন্যটি Double Layer (8.5 GB)। আমরা Single Layer ডিভিডি ব্যবহার করবো তাই সাইজ দিলাম 4.7 GBvideo quality: Auto দিন। এতে আপনার ভিডিও এর সাইজ অনুযায়ী কোয়ালিটি পাবেন। বাকিগুলোও আপনার পছন্দমত দিন। না জানলে ডিফল্ট রেখে দিন। সবশেষে OK দিন।

OK দেয়ার পর টেমপ্লেট ডিজইন আসবে। ওখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে OK দিন। টেমপ্লেট মানে হল আপনার ডিভিডিটা প্রবেশ করার পর সর্বপ্রথম যে পেজ আসবে সেটা। ওখান থেকে আপনি মেন্যুর মাধ্যমে পছন্দের গান চালাতে পারবেন।

২। Add movie clips:
এখন গান এড করার পর্ব। বামপাশে 'File Browser' ট্যাবে ক্লিক করুন। আপনার সামনে Explorer খুলবে। আপনার গানগুলো কোথায় আছে বামপাশের Explorer এর মাধ্যমে বের করুন। একটা একটা গান সিলেক্ট করে ড্রাগ করে নিচের খালি জায়গায় ছেড়ে দিন। (আমি মাত্র দুটো এড করলাম।) ইচ্ছে করলে Ctrl ধরে একসাথে কয়েকটা গানও এড করতে পারেন। এড করার পর কোন গান বাদ দিতে চায়লে গানটির উপর রাইট ক্লিক করে ডিলিট এর মাধ্যমে বাদ দিতে পারে।

গান এড করার সময় আপনি নিচে স্ট্যাটাস দেখতে পাবেন। Single Layer এ সর্বোচ্চ 4.7 GB পর্যন্ত এড করা যায় যার দৈর্ঘ্য ১২৭ মিনিট। সে হিসেবে আপনি স্ট্যাটাস দেখেই গান এড করতে থাকুন যতক্ষণ না ডিভিডি ফুল হয়ে যায়।

৩।  Design a DVD menu:
এবার বেকগ্রাউন্ট সেট করবো। এজন্য বামপাশের Backgrounds ট্যাবে ক্লিক করুন। যেকোন একটটি ছবি পছন্দ করে ওটাতে ডাবল ক্লিক করলেই ছবিটি Backgrounds হিসেবে সেট হয়ে যাবে।

ওখানে থাকা ছবি গুলো পছন্দ না হলে রাইট ক্লিক করে Properties এ যান এবং আপনার পিসিতে থাকা যেকোন পছন্দের ছবি যুক্ত করতে পারেন Backgrounds হিসেবে। ছবি না দিয়ে কোন কালার দিতে চায়লে তাও পারবেন।


এখানে আরো একটা কাজ করতে পারেন। সেটা হল আপনার ভিডিওগুলো নিজের মত করে সাজাতে পারেন। যেমন আমি ভিডিওগুলো উপর থেকে ক্রমে ডানপাশের নিচের দিকে সাজিয়েছি। তাছাড়া ভিডিওগুলোর থাম্বনেইল সাইজও কমিয়েছি। এজন্য ভিডিওটি ধরে ড্রাগ করলেই হবে। এছাড়া আমি ভিডিওর নিচের লেখাগুল সিলেক্ট করে ডিলিট করে মুছে দিয়েছি। কারণ ওগুলো অপ্রয়োজনীয়। শুধু তা নয় আপনি চায়লে রাইট ক্লিক করে এড থেকে নিজের পছন্দমত টেক্সট বা ডিজাইন এড করতে পারেন।

৪। Buttons:
এবার বাটন এড করার পালা। আগেই বলে নিই বাটন গুলো লিংক হিসেবে কাজ করবে। মেন্যু থেকে কোন ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটি চলবে। ঠিক বাটনে ক্লিক করলেও বাটনের উপরে থাকা ভিডিওটি চলবে।  যেহেতু বাটনের কাজটি আমি ভিডিওর মাধ্যমেই করতে পারবো তাই আমি বাটন এড করার পক্ষে নয়। কিন্তু আপনার পছন্দ হলে করতে পারেন।

বাটন এড করার জন্য বামপাশের Buttons ট্যাবে ক্লিক করুন। এখানে অনেক ধরনের বাটন আছে। একটি পছন্দ করে ড্রাগ করে কোন ভিডিওর নিচে রাখুন। তাহলে বাটনটি ঐ ভিডিওর লিংক হিসেবে কাজ করবে। আপনি  properties থেকে বাটনগুলোকে নানাভাবে ডিজাইন করতে পারেন।

৫।  Save the project:
আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন ইচ্ছে করলে তা সেভ করে রাখতে পারেন। পরে যখন চাইবেন তখন ঐটাকে আবার এডিট করে নিজের মত কাজ করতে পারবেন। এজন্য সেভ বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন।

৬।  Burn a DVD:
এবার ফাইনাল কাজটা করার পালা। Burn বাটনে ক্লিক করুন। এখানে তিনটা অপশন আছে। 

preview: একটি হল প্রিভিউ। এটির মাধ্যমে আপনার ডিভিডিটি রাইট করার পর কি রকম দেখাবে তা দেখতে পাবেন। আমার এটি পছন্দ।

iso:  আরেকটি হল iso হিসেবে তৈরি। iso তৈরি করার সুবিধা দুটি। আপনি এটিকে ভার্সুয়াল পিসিতে টেষ্ট করতে পারবেন যা একপ্রকার প্রিভিউ। যদি ওখানে দেখে মনের মত হয় তাহলে iso টাকে যেকোন রাইটার সফটওয়ার দিয়ে রাইট করতে পারবেন। তাই আমি প্রথমে এটি করেছি। করার পর ভার্সুয়াল পিসিতে টেষ্ট করেছি।

Burn: অপরটি হল সরারসরি রাইট করা। এর মাধ্যমে আপনি প্রিভিউ দেখার সুযোগ পাবেন না। তাই এটা করা সুবিধাজনক নয়।

উপরের তিনটির যে কাজটিই আপনি করেননা কেন কাজগুলো করতে আপনার পিসির কনফিগারেশনের উপর ভিত্তি করে আধঘন্টা কিংবা একঘন্টা লাগতে পারে। তবে ধৈর্য্য ধরে করতে পারলে দারুন একটা ডিভিডি তৈরি করা যায়। উপরের আলোচনায় আরো অনেক সুযোগ-সুবিধা কিংবা সেটিংস নিয়ে আমি আলোচনা করতে পারি নি। তবে নিজের প্রচেষ্টায় আপনি আরো সুন্দর একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন।

যেটি করতে চান সিলেক্ট করে Start বাটনে ক্লিক করলে কাজ শুরু হবে।

আপনার C: (যেখানে উইন্ডোজ আছে) ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা না থাকলে আপনি Temp ফাইলের সমস্যায় পড়তে পারেন। সে জন্য টেম্প ফাইলটি সরিয়ে খালি স্পেস আছে এরকম একটি ড্রাইভে সরিয়ে নিন। টেম্প ফাইলের জন্য প্রায় ডিভিডির সম পরিমাণ জায়গা খালি লাগবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।