সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বিশ্বের বৃহত্তম সুইমিং পুল দ্য ক্রিস্টাল ল্যাগুন

বিশ্বের বৃহত্তম সুইমিং পুল দ্য ক্রিস্টাল ল্যাগুন



বিশ্বের বৃহত্তম আউটডোর সুইমিং পুলের নাম দ্য ক্রিস্টাল ল্যাগুন। সুইমিং পুলটি এত বিস্তৃত যে, ইচ্ছা হলে নৌকা চালানোও যায়। দৈর্ঘ্যে ৩ হাজার ৩২৩ ফুট। ১০০ কোটি পাউন্ড খরচে পুলটি নির্মাণ করা হয়েছে। পাঁচ বছরের বেশি সময় ধরে চলতে থাকা নির্মাণকাজ শেষ হয় ২০০৬ সালে। ২০ একর জুড়ে অবস্থান নেওয়া পুলটিতে ৬ কোটি ৬০ লাখ গ্যালন পানি ধরে। সমুদ্র থেকে শোধন করে পানি সরবরাহ করা হয়। প্রতি বছর ব্যবস্থাপনা খরচ হয় ২০ লাখ পাউন্ড।


ক্রিস্টাল ল্যাগুন চিলির আলগ্যারোবো শহরের সান আলফোনসো ডেল মার সৈকতে অবস্থিত। কৃত্রিম সৈকতের ওপর পুলটি নির্মাণ করা হয়েছে। এটি ২০টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এখানের তাপমাত্রা নিয়ন্ত্রিতভাবে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়; যা সমুদ্র থেকে ৯ ডিগ্রি সে. বেশি। ১১৫ ফুট গভীরতার ক্রিস্টাল ল্যাগুন বিশ্বের গভীরতম পুল হিসেবে গিনেস রেকর্ড গড়েছে। তবে এরচেয়ে দীর্ঘতম পুল নির্মাণ করা হচ্ছে মরক্কোতে, যা দৈর্ঘ্যে এর দ্বিগুণ।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ৩১ মে ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।