ছোট একটি বাঁশপাত্রের অবিশ্বাস্য মূল্য পাওয়া গেল। পাত্রটি চীনের বিখ্যাত শিল্পী গু জুর তৈরি বলে এ পাত্রের দাম দেওয়া হলো ৪ কোটি ৬৮ লাখ টাকা (৩ লাখ ৬০ হাজার পাউন্ড)। সংগ্রহের জন্য এত দাম দিয়ে কিনলেন হংকংয়ের ক্রেতা জন অ্যাঙ্ফোর্ড। ১৬৬২ থেকে ১৭২২ সাল পর্যন্ত গু জুর ব্যাপক নামডাক ছিল। বাঁশপাত্রটির গায়ে খোদাই করে নকশা করা। সেখানে গু জুর নাম লেখা আছে।
পাত্রটি ফেটে নষ্ট হয়ে যাওয়ায় খয়রাতির দোকানে দান করে দেওয়া হয়। পরে কিছু মালের সঙ্গে গু জুর নকশা করা পাত্রটিও চীনা মার্কেটে তোলা হয়। দোকানের একজন বলেন, বাঁশের পাত্রটি প্রাচীন হতে পারে। পরে পাত্রটি আঠা দিয়ে মেরামত করা হয়। তারপর তা নিলামে বিক্রির জন্য তোলা হয়। পাত্রে ষাঁড়ের পিঠে চড়া দার্শনিক লাওজির ছবি আঁকাবাঁকা আছে। ব্রিটেনের ব্রিস্টলে সেন্ট পিটার্স হচপিস চ্যারিটির জন্য এ টাকা দেওয়া হবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ৩১ মে ২০১২ খ্রিঃ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।