সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দানব কুকুর!

দানব কুকুর!



একটি কুকুর সাধারণ আকৃতির চেয়ে বড় বা বিশাল হতেই পারে। কিন্তু সেটি যদি হয় ঘোড়ার মতো বিশাল, বাঘের মতো বড় থাবা এবং সিংহের চেয়েও বড় লম্বা দাঁত তাহলে নিঃসন্দেহে অবাক হওয়ারই কথা! গত মার্চ ২০১০ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এমনি এক বিশাল কুকুরকে বিশ্বের সবচেয়ে বড় কুকুর হিসেবে ঘোষণা করা হয়েছে। কুকুরটির নাম 'জর্জ'। মজার ব্যাপার হলো, মাত্র চার বছর বয়সেই এটি ছিল মাটি থেকে প্রায় ৩ ফুট ৭ ইঞ্চি লম্বা। আর মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা প্রায় ৭ ফুট ৪ ইঞ্চি।


কুকুরটির মালিক হচ্ছে দুইজন- ডেভিড নাসের এবং ক্রিস্টিন নাসের। ঘোড়ার মতো বিশাল এ কুকুরটিকে নিয়ে যখন তারা মার্কিন মুলুকের অ্যারিজোনা রাজ্যের তুসকানের রাস্তায় ঘুরতে বের হন তখন খুবই আনন্দ পান। প্রথমত এত বড় দেহ এবং মানুষের হাতের মুঠোর সমান কুকুরটির এত বড় থাবা দেখে সবাই ভয় পায়। তারা বলেন, প্রথম থেকেই জর্জ বয়সের তুলনায় অন্য কুকুরের চেয়ে অনেক বেশি বড় হয়ে উঠতে থাকে। একসময় দেখা যায়, আশপাশের যে কোনো কুকুরই তার কাছে অত্যন্ত ছোট। তবে বিশ্বের সবচেয়ে বড় কুকুরের মালিক হয়েও তাদের ভোগান্তি কিন্তু কম নয়। কুকুরটির জন্য দরকার পড়ে বিপুল পরিমাণ খাবার এবং বিশাল জায়গা। তাছাড়া ঘুমানোর জন্যও ব্যবস্থা করতে হয়েছে আলাদা খাটের। অবশ্য এতকিছুর পরও তারা দুজনই জর্জকে নিয়ে মহাখুশি। তবে সমস্যা হলো, কেউ আদর করে জর্জকে কোলে নিতে পারে না। কারণ হলো এর বিশাল দেহ। এর আগে বিশ্বের সবচেয়ে বড় কুকুর ছিল 'টাইটান'। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী জর্জ টাইটানের চেয়ে মাত্র ০.৭৫ ইঞ্চি লম্বা। এ নিয়ে অবশ্য ঝামেলাও কম হয়নি। রীতিমতো হৈচৈ পড়ে যায় সবার মধ্যে। কাউকে কামড়ায় না এবং এ অভ্যাসটা যেন ওর একেবারেই নেই। তবে জর্জ শুধু বিশালই নয়, ইতোমধ্যে সে বেশ বিখ্যাতও হয়ে গেছে। ভক্তদের জন্য ইতোমধ্যে আলাদা পেজও খোলা হয়েছে ফেসবুকে। একবার ভাবুন তো ব্যাপারটা!


প্রদীপ সাহা
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ৩১ মে ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।