প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্রকে ব্যবহার করে আসছে নানা প্রয়োজনে। কিন্তু বিভিন্ন বর্জ্যে দূষিত হয়ে উঠেছে সামুদ্রিক পরিবেশ। দূষিত বর্জ্যের প্রভাবে মারা যায় অসংখ্য প্রাণী। এই বিশাল জলরাশিকে পরিচ্ছন্ন রাখার গুরুদায়িত্ব পালন করে চলেছে এখানেরই কিছু মাছ। এমনি একটি প্রাণী হলো হেগ ফিশ। প্রশান্ত মহাসাগরের তলদেশে এরা নিজেদের আবাসভূমি গড়ে তোলে। চোয়ালহীন এই মাছটিকে সাধারণত পেলিওজিক সময়ের প্রাণী বলে মনে করা হয়।
এরা দেখতে অনেকটাই আমাদের দেশের বাইম মাছের মতো। শরীর এতই পিচ্ছিল যে, শত্রু প্রাণীরা সহজে বাগে আনতে পারে না। যে কোনো উত্তেজনা থেকেই মূলত এদের শরীরে এই আঠালো পদার্থ তৈরি হয়। এর শরীর থেকে নিঃসৃত এই পদার্থে ১০০ মিনিটেরও কিছু কম সময়ে একটি পিপা ভরে যেতে পারে। উচ্চ মাত্রায় খাদ্যপ্রাণ থাকায় মৎস্যশিল্পে এর ভূমিকা দিনদিন বেড়েই চলেছে। তাই ইদানীং সুস্বাস্থ্য ও আর্থিক লাভের কথা মাথায় রেখে এই মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।