সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: লিভার ক্যান্সার ও আরএফটি চিকিৎসা

লিভার ক্যান্সার ও আরএফটি চিকিৎসা



মরনব্যাধি রোগের মধ্যে লিভার ক্যান্সার একটি। উপযুক্ত চিকিৎসার না করা গেলে মৃত্যু নিশ্চিত। লিভার ক্যান্সার দুই ধরনের। ১. প্রাইমারি লিভার ক্যান্সার : যে ক্যান্সার লিভারের কোষ থেকে তৈরি হয় তাকে প্রাইমারি লিভার ক্যান্সার বলে। ২. সেকেন্ডারি লিভার ক্যান্সার : শরীরের অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়ে লিভারে ছড়িয়ে পড়লে তাকে সেকেন্ডারি লিভার ক্যান্সার বলে।
 
চিকিৎসাঃ সার্জারি হচ্ছে লিভার ক্যান্সারের মূল চিকিৎসা। অপারেশন করে কেটে ফেলে দিলে রোগীর আয়ু বেশি বাড়ে। তবে ৭০ থেকে ৮০ ভাগ রোগীকে বিভিন্ন করণে সার্জারি করা যায় না। এসব রোগীকে কেমো বা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এসব চিকিৎসার ফলাফল খুব আশাব্যঞ্জক নয়। তাই এতদিন ধরে চিকিৎসাবিজ্ঞানীরা সার্জারির কার্যকরী বিকল্প আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিলেন। ফলস্বরূপ Cryosudrgery, Alcohol ablation, RFT আবিষ্কৃত হয়। তারা রোগীদের ওপর ব্যাপক গবেষণা করে দেখেছেন, এদের মধ্যে RFT সবচেয়ে কার্যকরীভাবে লিভার ক্যান্সার টিউমারকে ধ্বংস করে দিতে পারে। এর মাধ্যমে কেবল টিউমারটি ধ্বংস হয় কিন্তু টিউমারের আশপাশে সুস্থ লিভার টিস্যুর কোনো ক্ষতি হয় না। যারা সার্জারি করাতে চান না এবং করা সম্ভব নয় বা যাদের কেমোথেরাপি সম্পূর্ণরূপে কোনো কাজ না করে তাদের জন্য RFT একটি সফল চিকিৎসাপদ্ধতি। সম্প্রতি MD Anderson Cancer And National Institute of Health (USA)-এর গবেষণায় দেখা গেছে যাদের টিউমার ১০ সে. মি.'র চেয়ে বেশি তাদের সার্জারি করা সম্ভব না হলে সে ক্ষেত্রে RFT সবচেয়ে উপযুক্ত এবং একটি সফল চিকিৎসাপদ্ধতি।


ডা. আহমেদ সরোয়ার মুর্শেদ
লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকা।
ফোন : ০১৬৭১০৩৩৫৪২

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ০৫ জুলাই ২০১২ খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।