সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Windows 7 এর আপডেট/সার্ভিস প্যাক SP1 ডাউনলোড করুন

Windows 7 এর আপডেট/সার্ভিস প্যাক SP1 ডাউনলোড করুন


যেকোন অপারেটিং সিস্টেম বা সফটওয়ারে অনেক Bug থাকে যা সনাক্ত করে পরবর্তী ভার্সনে তা সমাধান করা হয়ে থাকে। অপারেটিং সিস্টেমেরতো আর একাধিক ভার্সন বের করা সম্ভব হয় না। তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সমস্যাগুলো গ্রাহকদের কাছ থেকে পাওয়ার পর মাইক্রোসফট ঐ নির্দিষ্ট সমস্যাটি'র জন্য Hotfix নামে ছোট্ট একটি টুলস তৈরি করে যা দিয়ে ঐ সমস্যার সমাধান করা যায়। Hotfix গুলো KB (Knowledge Base) নামে নামকরণ করা হয়। এরকম অনেক Hotfix তৈরি হয়ে গেলে সব হটফিক্সকে যুক্ত করে মাইক্রোসফট ঐ অপারেটিং সিস্টেমের জন্য Service Pack (SP) বের করে থাকে। আর এগুলোর প্রথমটা SP1, দ্বিতীয়টা SP2 এভাবে হয়ে থাকে। আপডেটগুলোতে বিভিন্ন Bug fix করা হয়ে থাকে বিধায় সার্ভিস প্যাক অপারেটিং সিস্টেমের 90% মত সমস্যার সমাধান করে থাকে। তাই উইন্ডোজের সিকিউরিটি বাড়ানো সহ শক্তিশালী উইন্ডোজের জন্য আমাদের দরকার আপডেটযুক্ত এই Service Pack বা SP।

Windows 7 এর জন্যও মাইক্রোসফট সম্প্রতি সার্ভিস প্যাক ছেড়েছে। আমরা এখনো সেই প্রথম রিলিজ করা সেভেনই ব্যবহার করতেছি যেখানে কোন আপডেট সংযুক্ত নেই। তাই  Windows 7 এর সার্ভিস প্যাক ১ বা SP1 আমাদের দরকার। নিচে আছে মাইক্রোসফটেরে অরিজিনাল সার্ভিস প্যাকের লিংক। এগুলো সরাসরি মাইক্রোসফটের অরিজিনাল লিংক।


নিজের পছন্দমত ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
  • Windows7 SP1 for all version, সম্ভব হলে এখান থেকে ডিভিডি ফাইলটি (1.90 GB) ডাউনলোড করে নিন। এটি সকল ভার্সনে ব্যবহার করা যাবে। নিচেরটি এর Direct Download Link।
  • All-in-One: 7601.17514.101119-1850_Update_Sp_Wave1-GRMSP1.1_DVD.iso (1953.3MB) (AIO x86, x64 and IA64) Direct Download Link ডিভিডি ফাইলটি (1.90 GB)
  • 32-bit (x86): windows6.1-KB976932-X86.exe (537.8MB) শুধুমাত্র ৩২ বিটের জন্য।
    64-bit (x64): windows6.1-KB976932-X64.exe (903.2MB) শুধুমাত্র ৬৪ বিটের জন্য।

বিস্তারিত জানাতে ভিজিট করতে পারেন এখানে। সর্বপ্রথম দেয়া লিংক থেকে ডিভিডি ফাইলটি (1.90 GB) ডাউনলোড করে থাকলে ডিভিডিতে ইমেজ ফাইল হিসেবে রাইট করুন। এটি সফটওয়ারের মত ইনস্টল করা যাবে এগুলো।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।