সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: উইন্ডোজ সেভেনে Password Reset Disk তৈরি ও ব্যবহার পদ্ধতি

উইন্ডোজ সেভেনে Password Reset Disk তৈরি ও ব্যবহার পদ্ধতি



গুরুত্বপূর্ণ ও গোপনীয় ডাটা অন্যের হাত থেকে রক্ষা করার জন্য Password ব্যবস্থা খুবই কার্যকর। এতে পছন্দমত Password এর মাধ্যমে সিকিউরিটির ব্যবস্থা করা যায়। তম্মধ্যে Operating System এর Log on Password ব্যবস্থাটি খুবই দারুন আর জনপ্রিয়। Windows 7 এর পাসওয়ার্ড ব্যবস্থাকে আগের অন্যান্য ভার্সনগুলোর তুলনায় শক্তিশালী করা হয়েছে। এমনকি নিজের পাসওয়ার্ডটি নিজে ভুলে গেলেও পড়তে হয় বিপদে। তাই Windows Password Reset Disk এর মাধ্যমে Password Backup রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এর সাহায্যে কখনো নিজের Password ভুলে গেলেও Password Reset করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আজকে আমরা Windows 7 এ কিভাবে Password Reset Disk তৈরি ও ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করবো।


Password Reset Disk তৈরিঃ
Password Backup রাখার জন্য আপনার প্রয়োজন Pendrive বা Floppy Drive। যেহেতু Floppy Drive এখন জাদুঘরে চলে গেছে তাই আমরা এখানে Pendrive ব্যবহার করবো। আপনার পেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করুন এবং তারপর নিচের টিউটোরিয়াল অনুসরণ করুন।

1. প্রথমে Control Panel থেকে User Account এ যান। বামপাশে Create Password Reset disk এ ক্লিক করুন [লাল চিহ্নিত]।


2. Password করার জন্য Welcome Window আসবে। Next দিন।


3. আপনার Password যে Pen-driveBackup রাখবেন তা এখান থেকে সিলেক্ট করে দিন। তারপর Next দিন।


4. আপনার বর্তমানে ব্যবহৃত Password টি লাল চিহ্নিত ঘরে টাইপ করে Next দিন।


5. এর আগে যদি আপনি Password Reset Disk তৈরি করে থাকেন তাহলে নিচের মত মেসেজ আসবে। আপনি Yes দিন।


6. তাহলে Password Backup প্রক্রিয়া শুরু হবে। নিচের মত। 100% Complete [লাল চিহ্নিত] দেখালে Next দিন।


7. সর্বশেষ উইন্ডো আসবে। Finish দিন।

7 নাম্বার কাজটি করার পর আপনার পেনড্রাইভে ছোট্ট একটি ফাইল দেখতে পাবেন। এর মানে আপনার Password Reset Disk তৈরি হয়েগেছে। এখন আপনার পেনড্রাইভটি খুব যত্নে রাখবেন যাতে অন্য কেউ না পায়। কারণ সেটি ব্যবহার করে যে কেউ আপনার উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করতে পারে।

Password Reset Disk ব্যবহারঃ
Password ভুলে যাওয়ার কারণে আপনি যদি কখনো Windows Log in করতে না পারেন তাহলে তৈরি করা Password Reset Disk ব্যবহার করতে পারেন। এ জন্য আপনার পেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করুন এবং তারপর নিচের টিউটোরিয়াল অনুসরণ করুন।

1. যখন আপনি ভুল Password দেবেন তখন নিচের মত চিত্র আসবে। OK দিন।


2. Windows আগের মত আবার Log in উইন্ডোতে ফিরে যাবে। Password দেয়ার একটু নিচে দেখুন Reset Password… নামে একটি লেখা দেখা যাচ্ছে। ওটাতে ক্লিক করুন।


3. Password Reset করার জন্য Welcome Window আসবে। Next দিন।


4. এখানে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করে দিন যটাতে Password Reset Disk তৈরি করেছিলেন। পেনড্রাইভটি সিলেক্ট করে Next দিন।


5. এবার আপনাকে নতুন করে Password Set করতে হবে। প্রথম ঘরে পছন্দের একটি পাসওয়ার্ড দিন। পরের ঘরে আবার একই পাসওয়ার্ড টাইপ করে Next দিন।


6. সর্বশেষ উইন্ডো আসবে। Finish দিন। কাজ শেষ। নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে এখন থেকে Log in করতে পারবেন।


২টি মন্তব্য:

  1. যদি আমার উক্ত ডিস্ক না করা থাকে কিন্তু পাসওয়ার্ড ভুলে যায় তবে কি করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের পোস্টগুলো দেখতে পারেন।
      https://kamrulcox.blogspot.com/2016/05/ntpwedit-hack-windows-password.html
      https://www.blogger.com/blog/post/edit/7085794668863390045/6704569894915211154

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।