জাপানের
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি আরেকটি ইলেকট্রনিকস নির্মাতা
প্রতিষ্ঠান অলিম্পাসের সঙ্গে জোট বাঁধছে। লোকসানের মুখে থাকা অলিম্পাসে
৬৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির। সনি ও অলিম্পাসের মধ্যকার এ চুক্তির ফলে অলিম্পাসের সাড়ে ১১ শতাংশ
শেয়ারের মালিক
হবে সনি।
এ দুটি
প্রতিষ্ঠান মিলে নতুন একটি প্রতিষ্ঠান দাঁড় করাবে, যা চিকিত্সা ক্ষেত্রে ব্যবহূত
যন্ত্রপাতি তৈরি করবে।
সনির প্রধান নির্বাহী কাজো হিরাই এ প্রসঙ্গে বলেছেন, চলতি
বছরের এপ্রিলে
অলিম্পাসের সঙ্গে চুক্তির পদক্ষেপ নেওয়া হয়েছিল। সনির পক্ষ
থেকে চিকিত্সা
ক্ষেত্রে ব্যবহূত যন্ত্রপাতির ব্যবসায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
সনির অন্যান্য
ব্যবসার মতো এ ক্ষেত্রেও ব্যবসায়িক সাফল্যের জন্য আশা করা
হচ্ছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।