সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: গ্যালাক্সি এস৩ বনাম আইফোন৪ এস

গ্যালাক্সি এস৩ বনাম আইফোন৪ এস



বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনটির নাম গ্যালাক্সি এস৩। স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৩ মডেলের স্মার্টফোনটি অ্যাপলের আইফোন৪ এসের তুলনায় এ প্রান্তিকে বেশি বিক্রি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।


স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে এক কোটি ৮০ লাখ ইউনিট গ্যালাক্সি এস৩ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। যা বাজারে আসা সব স্মার্টফোনের ১১ শতাংশ। অ্যাপল বিক্রি করেছে এক কোটি ৬২ লাখ ইউনিট আইফোন ৪এস স্মার্টফোনটি। তবে, ৬০ লাখ আইফোন৫ বিক্রি হিসেবে ধরলে চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে ছাড়িয়ে যাবে অ্যাপল। এদিকে স্যামসাং জানিয়েছে, মাত্র পাঁচ মাসে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩স্মার্টফোন বিক্রি হয়েছে তিন কোটিরও বেশি। চলতি বছরের মে মাসে এ স্মার্টফোনটি বাজারে আনার পর থেকে যতগুলো বিক্রি হয়েছে তা দ্রুততম স্মার্টফোন বিক্রির রেকর্ড। ২০১২ সালে গ্যালাক্সি এস৩স্মার্টফোনটি আগের বছর বাজারে আসা গ্যালাক্সি এস২স্মার্টফোনটির চেয়েও দ্রুত ৩ কোটির মাইলফলক স্পর্শ করেছে। গ্যালাক্সি এস২স্মার্টফোনটির ক্ষেত্রে ৩ কোটির মাইলফলক স্পর্শ করতে সময় লেগেছিল ১৪ মাস। সম্প্রতি বাজারে আসা স্যামসাংয়ের ফ্যাবলেট বা ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য হিসেবেও পরিচিত গ্যালাক্সি নোট টুবিক্রি হচ্ছে দ্রুতগতিতে। ৩৭ দিনে ৩০ লাখ গ্যালাক্সি নোট টু স্মার্টফোন বিক্রি হয়েছে বলেই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।


সূত্রঃ প্রথম আলো, ০৯ নভেম্বর ২০১২ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।