KM Player বর্তমান সময়ের জনপ্রিয় একটি Media Player। ফ্রীতে এত
সুযোগ-সুবিধা সম্পন্ন Media Player খুব কমই আছে। প্রায়
সব ফরমেটের গান চালাতেতো পারে তার উপর আছে অসংখ্য জনপ্রিয় সব Hot Key। সব মিলিয়ে দিন
দিন জনপ্রিয়তা বাড়ছে এ Player টি’র। নিত্য নতুন সুবিধা যুক্ত করার
পাশাপাশি সম্প্রতি নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে 3D Movie দেখার অপশন। অনলাইন কিংবা পিসিতে Movie দেখার অনেক সুবিধাও রয়েছে। নতুন
ভার্সনে Default Skin হিসেবে যুক্ত
করা হয়েছে Flash দিয়ে তৈরি একটি
এনিমেটেড স্কীন (.swf=Shock Wave Flash)। এটি দেয়ার
কারণে Player টি রান করতে
গেলেই Member not found নামে একটি
মেসেজ আসে। এটি অন্য কোন সমস্যা না করলেও বিরক্তিকর। আমরা মেসেজটি দূর করে তাতে
নিজের ছবি যুক্ত করবো।
সমাধান পদ্ধতিঃ
বর্তমান KMPlayer এর Default Skin টা দেখতে নিচের
মত।
এটি KMP_Album_Art.swf নামে C:\Program Files\The KMPlayer\Logo ডিরেক্টরিতে
থাকে।
আপনি এ স্কীনটি ব্যবহার করতে চায়ল আপনার পিসিতে Internet Explorer এর উপোযোগী Adobe Flash Player ইন্সটল থাকতে
হবে। Adobe Flash ActiveX আপনার পিসিতে ইন্সটল থাকলে আপনি ঐ স্কীন ব্যবহার করতে পারবেন এবং Member not found নামের
বিরক্তিকর মেসেজ পাবেন না। কিন্তু আমরা ঐ টা ব্যবহার করতে চায় না এবং ওটার জায়গায়
নিজের পছন্দের ছবি যুক্ত করবো। চলুন পদ্ধতিটা দেখি।
১। KM Player রান করুন। উপরের বারটিতে রাইট ক্লিক
করে Skin>Logo>Manage
Logo... অথবা কী-বোর্ড থেকে Ctrl+Alt+L চাপুন।
২। নিচের মত মেসেজ আসতে পারে। যা আসে OK দিন।
৩। দেখুন আপনার Default Skin টি KMP_Album_Art.swf নামে সিলেক্ট
করা আছে।
৪। নিচের Add... বাটনে ক্লিক
করুন। মেসেজ আসলে OK দিন। Browse করে আপনার
পছন্দের ছবিটা দেখিয়ে দিন। ছবিটা 600 Pixel এর কাছাকাছি হতে পারে।
৫। আপনার পছন্দের ছবিটা এড হয়ে যাবে।
ছবিটা সিলেক্ট করুন। ডানপাশের Alignment
থেকে Centre, Tile, Fit to
Window, Stretch with Keeping AR থেকে যে কোন একটি অপশন সিলেক্ট করুন।
নিচে প্রিভিউ দেখতে পাবেন। যেটি ভাল লাগে দিন। Fit to Window অপশনটি দিলে ছবিটা ভালভাবেই দেখা
যাবে। এবার Close বাটনে ক্লিক
করে Window টি ক্লোজ করে
দিন।
এখন থেকে Member not found নামের বিরক্তিকর মেসেজটি আসবে না। শুধু তাই না। প্রতিবার KM Player রান করলে স্কীন হিসেবে আপনার ছবিটাই দেখাবে।
কামরুল ভাই এডিট করাটা এক্সপি সিডিতে কিভাবে এড করবো?
উত্তরমুছুন