আপনার কাছে এমএসওয়ার্ডের একটি ফাইল
আছে এবং সেটিকে আপনি PDF বানাতে
চাচ্ছেন, বা ওয়েবসাইটের একটি পেইজকে PDF এ সেভে করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন তা জানা নেয়। এমন অনেক ইউজার আছে যারা এ সমস্যায় আছেন। কাজটি কঠিন
কিছু নয় বরং খুব সহজে আপনি যেকোন ফাইলকে PDF ফাইল বানাতে পারেন। এ বিষয় নিয়ে এর আগে আমরা Do PDF নামের একটি
ফ্রি সফটওয়ার নিয়ে লিখেছিলাম। এবার তেমন আরেকটি ছোট্ট PDF Maker সফটওয়ার নিয়ে
লিখছি যার নাম Cute PDF Writer। সফটওয়ারটি ইনস্টলার করার পর আপনার পিসিতে একটি ভার্সুয়াল Printer Install হবে যা দিয়ে
আপনি কোন ফাইল প্রিন্ট করতে পারবেন না কিন্তু যেকোন ফাইলকে PDF ফরমেটে সেভে করতে পারবেন। এটি Windows এর সব ভার্সনে
[Windows
98/ME/2000/XP/2003/Vista/7/8 (x86/x64)] কাজ করে।
Installation:
১। প্রথমে Download পেজে গিয়ে Free Converter নামে GPLGS বা GPL Ghostscript Converter টি ডাউনলোড করে ইনস্টল করে নিন (লাল চিহ্নিত)।
২। তারপর Cute PDF Writer ডাউনলোড করে
ইনস্টল করে নিন (লাল চিহ্নিত)।
৩। আপনি ইচ্ছে
করলে জিপ করা ফাইলটিও ডাউনলোড করতে পারেন (লাল চিহ্নিত) যাতে উভয় আছে।
Silent Isntall:
আপনি যদি Silent Install এর ইচ্ছে করেন
তাহলে এদের কাছ থেকে Custom Edition ভার্সনটা টাকা
দিয়ে কিনতে হবে। তবে আমি একটু সময় ব্যয় করে Silent Install এর একটা উপায়
বের করেছি। যদি আপনর ইচ্ছে হয় তাহলে আপনি নিচের মত কাজ করতে পারেন।
১। উপরের নিয়মে GPL Ghost Script Converter আর Cute
PDF Writer ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন।
২। তারপর Converter নামের Ghostscript Converter ফাইলটি’র উপর রাইট ক্লিক করে যেকোন একটি Zipper Software দিয়ে Extract করুন। আমি আমার পছন্দের টুল 7zip
ব্যবহার করেছি।
৩। Extract করার পর নিচের
মত Setup নামে একটি ফাইল
আর GPLGS নামে একটি
ফোল্ডার দেখতে পাবেন। এখন ইচ্ছে করলে Ghostscript Converter ডিলিট করে
দিতে পারেন।
৪। Notepad খোলে নিচের
কোডগুলো কপি পেষ্ট করে দিন এবং Setup.bat
নামে সেভ করুন একই ফোল্ডারে যেখানে আপনার GPL
Ghostscript Converter আর Cute PDF Writer আছে।
@echo off
ECHO Please wait...
ECHO Installing Cuter PDF Writer3.0
start /wait setup.exe /silent
start /wait CuteWriter.exe /verysilent /norestart
exit
৫। এখন Setup.bat ফাইলটিকে ডাবল
ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই সফটওযারটি সাইলেন্টলি ইনস্টল হয়ে
যাবে।
ব্যবহারঃ
১। এর ব্যবহার
খুবই সহজ। যে ফাইলটি আপনি পিডিএফ বানাতে চান তা ডাবল ক্লিক করে
ওপেন করুন। তারপর প্রিন্ট কমান্ড দিন বা Ctrl+P চাপুন। নিচের মত চিত্র প্রিন্ট ডায়লগ বক্স আসবে। ওখানে Printer Name এর জায়গায় CutePDF Writer সিলেক্ট করে OK দিন। OK দেয়ার আগে অন্যান্য সেটিংস করতে
চায়লে করতে পারে।
২। একটি নাম দিয়ে
কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে Save
দিন।
silant inisttlar ki aktu bijiye bolon nice post
উত্তরমুছুনhttp://kamrulcox.blogspot.com/2011/07/blog-post_13.html
মুছুনকামরুল ভাই এইটা কি এক্সপি সিডিতে এড করা যবে?
উত্তরমুছুনঅবশ্যই যাবে। তবে এড অন বানাতে ঝামেলাই পড়তে পারেন। এর বদলে Do PDF ব্যবহার করতে পারেন।
মুছুন